হোম > ইসলাম

হাদিসে বর্ণিত ৮ উত্তম আমল

কে এম ছালেহ আহমদ জাহেরী

মহানবী হজরত মোহাম্মদ (সা.) উম্মতকে আমল-আখলাখে পূর্ণতা অর্জনের শিক্ষা দিয়েছেন। বিভিন্নভাবে ইবাদত-বন্দেগিতে মনোযোগ দিতে উৎসাহ জুগিয়েছেন। কিছু কিছু আমলকে সেরা ও উত্তম আমল ঘোষণা দিয়ে তা পালন করতে আগ্রহী করে তুলেছেন। তেমনই কয়েকটি আমলের কথা এখানে তুলে ধরা হলো—

ফজরের সুন্নত নামাজ: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত নামাজ) দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, তার চেয়ে উত্তম।’ (মুসলিম: ৭২৫) 
প্রথম কাতারে নামাজ আদায়: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথম কাতার এবং নিকৃষ্ট হলো শেষ কাতার।’ (মুসলিম: ৪৪০) 
কোরআন শেখা ও শেখানো: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (বুখারি: ৫০২৭) 
অসহায় লোকদের সাহায্য করা: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘নিচের হাত থেকে ওপরের হাত উত্তম। কেননা, ওপরের হাত হলো দানকারীর হাত, নিচের হাত হলো গ্রহণকারীর হাত।’ (বুখারি: ১৪২৯) 
মানুষকে খাবার ও সালাম দেওয়া: এক ব্যক্তি নবী (সা.)কে জিজ্ঞাসা করলেন, ‘ইসলামের কোন আমলটি উত্তম?’ তিনি বললেন, ‘মানুষকে খাবার খাওয়ানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া।’ (বুখারি: ২৮)
ভদ্রতা: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে সুন্দর।’ (বুখারি: ৩৫৫৯) 
মীমাংসার উদ্যোগ: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি এভাবে সম্পর্কচ্ছেদ করা বৈধ নয়, তাদের দুজনের দেখা-সাক্ষাৎ হলে একজন একদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে ফেলে। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, যে প্রথম সালাম দেয়।’ (বুখারি: ৬২৩৭) 
পরিবারের সঙ্গে উত্তম আচরণ: রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে তার পরিবারের কাছে উত্তম।’ (তিরমিজি: ৩৮৯৫) 

লেখক: খতিব, আবারপাড়া জামে মসজিদ, নাঙ্গলকোট, কুমিল্লা

কোরআনে ইসলাম প্রচারকের অপরিহার্য ৫ গুণ

জানাজা ও কাফনদাফনে অংশ নেওয়ার সওয়াব

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

সেকশন