হোম > ইসলাম

জবাইকারী কি কোরবানিদাতার নাম নেবেন

মাওলানা ইসমাইল নাজিম

আমাদের সমাজে দেখা যায়, কোরবানির পশু জবাই করার সময় জবাইকারীকে কোরবানিদাতার নাম উচ্চারণ করার জন্য বলা হয়। বিশেষ করে অংশীদারি কোরবানিতে সব অংশীদারের নাম উচ্চারণ করতে পীড়াপীড়ি করতেও দেখা যায়। এখন প্রশ্ন হলো, কোরবানির পশু জবাই করার সময় কি এভাবে সবার নাম উচ্চারণ করা জরুরি? না করলে কি কোরবানি আদায় হবে?

এই প্রশ্নের উত্তরে আলিমগণ বলেছেন, কোরবানির পশু জবাইয়ের সময় মালিকের নাম উচ্চারণ করা জরুরি নয়, বরং জায়েজ। নির্দিষ্ট করে ‘অমুক অমুকের পক্ষ থেকে এটি কোরবানি করছি’ বললে যেমন কোরবানি আদায় হবে, তেমনি নির্দিষ্ট না করে ‘এই পশুর সব মালিকের পক্ষ থেকে কোরবানি করছি’ বললেও আদায় হবে। তাই আল্লাহু আকবার বলে জবাই করে দিলে কোরবানি হয়ে যাবে। নাম উচ্চারণ না করার কারণে কোরবানিতে কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ১৫/ ৫১৭; বাদায়েউস সানায়ে: ৫/ ৭১)

হাদিসে এসেছে, মহানবী (সা.) কোরবানির পশু জবাইয়ের সময় সুরা আনআমের ৭৯, ১৬২ ও ১৬৩ নম্বর আয়াত তিলাওয়াত করে বলেছেন, ‘আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনার থেকেই প্রাপ্ত এবং আপনার জন্যই উৎসর্গিত; মুহাম্মদ ও তাঁর উম্মতের পক্ষ থেকে কবুল করুন।’ (ইবনে মাজাহ: ৩১২১)

এক এক করে সবার নাম উচ্চারণ করা জরুরি না হওয়ার কারণ হলো, কোরবানিটি কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা পশুটি কেনার সময়ই নির্ধারিত হয়ে গেছে। সুতরাং জবাইয়ের সময় আলাদা করে নাম উচ্চারণ করার প্রয়োজন নেই। ‘পশুর মালিকদের পক্ষ থেকে’ বললে বা জবাইকারীর মনে এই নিয়ত থাকলেই জবাই ও কোরবানি শুদ্ধ হবে। তবে জবাইয়ের সময় আল্লাহর নাম অবশ্যই উচ্চারণ করতে হবে।

মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক

হালাল-হারাম নিয়ে সংশয় থাকলে করণীয়

আসরের নামাজ যে কারণে গুরুত্বপূর্ণ

কোরআন জীবনের অপরিহার্য অনুষঙ্গ

রমজানের প্রস্তুতি শুরু হোক এখনই

মুসলিম ঐতিহ্যে টুপির গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যে নিষিদ্ধ ৮ কাজ

নামাজে সতর ঢাকা সম্পর্কে সতর্কতা

সীমান্ত পাহারা দেওয়া শ্রেষ্ঠতম ইবাদত

কবরে যে ২ গুনাহের শাস্তি দেওয়া হবে

মুমিনের চমৎকার ৪ চারিত্রিক বৈশিষ্ট্য

সেকশন