হোম > ইসলাম

সন্ধ্যাবেলার গুরুত্বপূর্ণ কিছু আমল

মুফতি আনাস হুসাইন

ছবি: সংগৃহীত

সন্ধ্যাবেলার কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মহানবী (সা.) সাহাবিদের এসব আমল করার উপদেশ দিতেন। এখানে কয়েকটি আমলের কথা তুলে ধরা হলো—

দোয়া পড়া: আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক লোক নবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেওয়ায় ভীষণ কষ্ট পেয়েছি।’ তিনি বললেন, ‘তুমি যদি সন্ধ্যাকালে বলতে—আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসিলায় আমি তাঁর কাছে তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। তাহলে তোমার কোনো ক্ষতি হতো না।’ (মুসলিম)

শিশুদের ঘরে রাখা: জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে অথবা যখন সন্ধ্যা হয়, তখন তোমরা তোমাদের শিশুদের (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পারো। আর বিসমিল্লাহ বলে তোমরা ঘরের দরজা বন্ধ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (বুখারি)

অন্যান্য আমল: রাতে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উত্তম। ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন হাদিসে এসেছে, নবী (সা.) বলেন, ‘পাত্রসমূহ ঢেকে রাখো, ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের ওপর রেখে দাও। মশকগুলোর মুখ বেঁধে রাখো। ঘরের দরজাগুলো বন্ধ রাখো। শোয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও।’ (বুখারি)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও পরকালীন পুরস্কার

আজকের নামাজের সময়সূচি: ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের কারণে এগিয়ে এল কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা

শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অব লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

প্রবীণ সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দি আর নেই

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫

যেভাবে অন্যদের ভুল শুধরে দিতেন নবীজি

আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা