ইসলাম ডেস্ক
কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা দরিদ্রদের হয়ে ধনীদের কাছে তিনটি প্রশ্ন করবেন। প্রশ্নের ধরন দেখে ধনীরা অবাক হয়ে যাবে এবং আল্লাহর কাছে প্রশ্নের ব্যাখ্যা জানতে চাইবে। মহান আল্লাহ তাদের বুঝিয়ে দেবেন এবং কৃতকর্মের শাস্তিও দেবেন।
সেই তিনটি প্রশ্ন সম্পর্কে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ‘হে আদমসন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার সেবা করোনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনার সেবা করব—আপনি তো সৃষ্টিকুলের প্রতিপালক?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল? তুমি তো তাকে সেবা করোনি। তুমি কি জানতে না, যদি তার সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে?’
এরপর বলবেন, ‘হে আদমসন্তান, আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনাকে খাদ্য দেব—আপনি তো সৃষ্টিকুলের রব?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা খাবার চেয়েছিল? তুমি তো খাবার দাওনি। তুমি কি জানতে না, যদি তাকে খাবার দিতে তাহলে তা (প্রতিদান) আমার কাছে পেতে?’
এরপর বলবেন, ‘হে আদমসন্তান, আমি পানি পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি।’ মানুষ বলবে, ‘হে আমার রব, কীভাবে আপনাকে পানি পান করাব—আপনি তো সৃষ্টিকুলের রব?’ আল্লাহ বলবেন, ‘তুমি কি জানতে না—আমার অমুক বান্দা পিপাসিত ছিল? তুমি তো তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না, যদি তাকে পানি পান করাতে তাহলে তা (প্রতিদান) আমার কাছে পেতে?’
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৯।