আমজাদ ইউনুস
আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি (২য় খণ্ড)
লেখক: মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ
প্রকাশক: পাথেয় পাবলিকেশন্স
পৃষ্ঠা: ৫১০
দাম: ৮০০ টাকা
এবারের বইমেলায় প্রকাশিত অন্যতম মৌলিক সিরাতগ্রন্থ ‘আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি’ ২য় খণ্ড। বইটির রচয়িতা ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। লেখকের ক্ষুরধার লেখনী পাঠকমহলে বেশ সমাদৃত। পাঠকের কাছে তাঁর সুখদ গদ্যের সুনাম আছে। এ বই সাবলীল ভাষায় চমৎকার গদ্যে লেখা হয়েছে। এর আগে বইটির ১ম খণ্ড প্রকাশিত হয়। ২য় খণ্ডে রাসুলুল্লাহ (সা.)-এর মদিনাকেন্দ্রিক জীবনী তুলে ধরা হয়েছে। প্রথম খণ্ডে ছিল জন্ম থেকে মদিনায় হিজরতের আগের ঘটনাবলি। হার্ড কভারের রুচিশীল বাঁধাই ও মানসম্মত মুদ্রণে প্রকাশিত বইটি বাংলার পাঠকসমাজকে সমৃদ্ধ করবে। বইটি পরিবেশন করছে সুলতানস। পাথেয় পাবলিকেশন্স, খিলগাঁও, চৌধুরীপাড়া, ইকরা বাংলাদেশ কমপ্লেক্স, রকমারি ডটকম, ওয়াফিলাইফ ডটকমসহ অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাবে।
লেখক: মুজাহিদ রাসেল
প্রকাশক: সন্দীপন প্রকাশন
পৃষ্ঠা: ২০০
দাম: ৩১০ টাকা
স্টল: সন্দীপন ২২৬-২২৭
পৃথিবীর ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্ব অবিস্মরণীয়। নেতৃত্বের একটি সুন্দর কাঠামো তিনি দাঁড় করিয়েছেন। তাঁর নেতৃত্ব বিষয়ে সঠিক নির্দেশনা ও বাস্তবভিত্তিক অনুশীলন বিষয়ে রচিত হয়েছে ‘লীডারশীপ’ বইটি। রাসুল (সা.)-এর জীবন থেকে নেতৃত্বের গুণাবলি নিয়ে আমাদের বর্তমান পৃথিবীতে বাস্তবায়ন করার ফর্মুলা ও উদাহরণ পেশ করা হয়েছে বইয়ে। লেখক মুজাহিদ রাসেল চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন।
লেখক: ওমর সুলেইমান
অনুবাদক: আজাদ চৌধুরী
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠা: ১৯২
দাম: ৪০০
স্টল: জ্ঞানকোষ প্রকাশনী ১২
রাসুল (সা.)-এর নামাজ, খুতবা ও প্রার্থনা কেমন ছিল? কেমন ছিল এতিম, দুস্থ, ক্রীতদাস ও নিপীড়িতের প্রতি তাঁর সমবেদনা? তাঁর রাগ, হাসি এবং শিশু ও বয়োজ্যেষ্ঠদের প্রতি তাঁর আচরণ কেমন ছিল? ক্ষুধা ও যুদ্ধের সময়ে তাঁর কী ভূমিকা ছিল? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ‘মিটিং মুহাম্মাদ’ বইয়ে। ইংরেজি ভাষায় লিখিত বইটি বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বইটি লিখেছেন আমেরিকান ইসলামি চিন্তাবিদ ওমর সুলেইমান। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা সভাপতি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজেও তিনি পাঠদান করেন। বইটির বাংলা অনুবাদ করেছেন আজাদ চৌধুরী।
লেখক: হোসাইন-এ-তানভীর
প্রকাশক: সত্যায়ন প্রকাশন
পৃষ্ঠা: ১৪৪
দাম: ৮৫০
স্টল: সত্যায়ন ৩০৪
বাংলা ভাষায় শিশু-কিশোর ও ছোটদের উপযোগী অল্পসংখ্যক নবীজীবনী রচিত হয়েছে। প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করে সত্যায়ন প্রকাশন নবীদের বিশুদ্ধ ঘটনাগুলো নিয়ে ছোটদের জন্য প্রকাশ করেছে ‘ছোটদের নবি-রাসূল সিরিজ’। ২৫ জন নবীর নানা ঘটনা নিয়ে সিরিজের বইগুলো সাজানো হয়েছে। সহজ-সরল ভাষায় গল্পে গল্পে চমৎকার ঢঙে তাঁদের জীবনের সৌন্দর্যগুলো তুলে ধরা হয়েছে। রঙিন ছবি ও মানচিত্রে বইয়ের অলংকরণ করা হয়েছে। সিরিজটি লিখেছেন হোসাইন-এ-তানভীর এবং সম্পাদনা করেছেন ড. মিজানুর রহমান আজহারি।