নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৩তম বিসিএস থেকে তথ্য ক্যাডারে ৩৫ জন কর্মকর্তা যোগদান করেছেন। এর মধ্যে তথ্য সাধারণ ক্যাডারে ২১ জন এবং তথ্য প্রকৌশল ক্যাডারে ১৪ জন কর্মকর্তা রয়েছেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪৩তম বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেন, নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তারা সর্বাধিক নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এটাই জনগণের প্রত্যাশা।
তথ্য পরিবারে নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সচিব বলেন, বিসিএস তথ্য সার্ভিস একটি ঐতিহ্যবাহী সার্ভিস। এই সার্ভিসে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে।
নবীন কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, দক্ষ কর্মকর্তা হওয়ার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মকর্তা সরকারি আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে অবহিত হন। তিনি কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে সচিব বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি।’ তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।