Ajker Patrika
হোম > চাকরি

জেফ বেজোসের ১০ পরামর্শ

জেফ বেজোস

জেফ বেজোসের ১০ পরামর্শ

বিশ্বের শীর্ষ ধনী তিনি। চাইলেই নিজের স্বপ্নপূরণের ক্ষমতা রাখেন। কিন্তু জেনে অবাক হবেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেই মহাকাশ যান তৈরির কোম্পানি স্থাপন করেছেন। এরপর নিজের রকেট জাহাজ নিউ শেপার্ডে করে মহাকাশ ভ্রমণে বেড়িয়েছেন।

মহাকাশে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন প্রায় চার দশক আগে। ১৯৮২ সালের কথা সেটা। মিয়ামির পালমেটো হাইস্কুলে ৬৮০ জন শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম হন বেজোস। সেই সুবাদে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। স্থানীয় একটি পত্রিকায় তাঁর সে বক্তব্য ছাপা হয়। সেখানে লেখা হয়, জেফ বেজোস মহাকাশে হোটেল, অ্যামিউজমেন্ট পার্ক ও কলোনি স্থাপন করতে চান। এতে ২০ থেকে ৩০ লাখ মানুষ পৃথিবী প্রদক্ষিণের সুযোগ পাবেন। পৃথিবীকে টিকিয়ে রাখতেই তাঁর এ পরিকল্পনা।

মহাকাশে বসতি গড়ে গোটা বিশ্বকে তিনি ন্যাশনাল পার্কে বদলে দিতে চান।

এতটুকু পড়ে বেজোসকে নিশ্চয়ই পাগল ভেবেছিল সবাই। কিন্তু বেজোস ছিলেন অন্য ধাতুতে গড়া, সমালোচনায় থামেননি বলেই আকাশ ছুঁয়েছেন। হয়েছেন বিশ্বের সেরা উদ্যোক্তাদের একজন।

সফল ব্যবসা দাঁড় করাতে অন্যদেরও প্রতিনিয়ত অনুপ্রেরণা দেন।

নতুন উদ্যোক্তাদের জন্য তাঁর দেওয়া ১০টি পরামর্শ এখানে তুলে ধরা হলো:

  • নতুন কোনো কিছু উদ্ভাবন করতে গেলে মানুষ ভুল বুঝবে। অনেক সমালোচক জুটবে। বিষয়টি মেনে নিতে আপত্তি না থাকলে তবেই নতুন কিছু করতে পারবেন।
  • যদি বুঝতে পারেন আপনার পছন্দের কাজ কোনটা, তবে কাজের মধ্যে আনন্দ পাবেন। আপনি চাকরি করতে পারেন, ভালো ক্যারিয়ারও গড়তে পারেন। কিন্তু মনের কথা শুনলে আপনি জ্যাকপট পেয়ে যাবেন।
  • সফল হতে চাইলে ব্যর্থ হতেই হবে। অনেক পরিশ্রম করার পাশাপাশি ঝুঁকিও নিতে হবে।
  • সব সময়ই যে বাজার গবেষণার ফলাফল মানতে হবে, তা নয়। ২০১৩ সালে কোনো ক্রেতাকে যদি কথা বলার ডিভাইসের ব্যাপারে প্রশ্ন করা হতো, তবে অ্যামাজনের স্মার্টস্পিকার ইকো বাজারেই আসত না। কারণ কোনো ক্রেতাই ইকো ডিভাইস কেনার কথা তখনো ভাবেননি। গান চালু করার জন্য কোনো ডিভাইস লাগবে কি না, তা জিজ্ঞেস করলে, ‘ধন্যবাদ, লাগবে না’ কথাটিই শুনতে হতো।
  • আগামী ১০, ২০ ও ৩০ বছর পরে কী কী পরিবর্তন আসবে তা নিয়ে অনেকেই ভাবেন। কোন বিষয়গুলো বদলাবে না, সেটা আগে নিজেকে প্রশ্ন করুন। ভেবে দেখুন, এমন কী আছে যার চাহিদা ১০ বছরেও ফুরাবে না? উত্তর খুঁজে পেলে সে বিষয় নিয়ে কাজ শুরু করুন।
  • ভালো মান ধরে রাখার ব্যাপারটি সংক্রামক। খুব দক্ষ কর্মীদের দলে নতুন কাউকে নিয়োগ দিলে তিনিও ভালো মানের কাজ করবেন।
  • দলগতভাবে কাজ করলে দক্ষতা থাকা আবশ্যক নয়। যাঁরা ফুটবল দলের কোচ, তাঁরা যে খুব ভালো খেলোয়াড় তা নয়। সিনেমার পরিচালকেরাও অভিনেতা নন। কিন্তু ফুটবল বা অভিনয়ের উঁচু মান সম্পর্কে তাঁদের ধারণা আছে।

১৯৯৪ সালে অনলাইন বুকশপ হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। বিনিয়োগের অর্থ পেয়েছিলেন মা-বাবার কাছে।

অনলাইনে বুক বিক্রির প্ল্যাটফর্ম অ্যামাজন আদৌ সফল হবে কি না, তা নিয়ে নিজেই সন্দিহান ছিলেন বেজোস। শঙ্কার কথা মাকে জানিয়ে বলেছিলেন, ‘সফলতা আসার সম্ভাবনা ৩০ শতাংশ।’

পুরোনো এক সাক্ষাৎকারে বেজোস জানান, কখনোই ভাবেননি অ্যামাজন এত বড় হবে। অ্যামাজনের সফলতায় সবচেয়ে বেশি অবাক তিনিই হয়েছেন। বর্তমানে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৯৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

সূত্র: থাউজেন্ড ইয়ারস অব ক্যারিয়ার অ্যাডভাইস, সিএনবিসি
অনুবাদ: আনিকা জীনাত

জনবল নিয়োগ দেবে আজকের পত্রিকা

পরিচালক পদে নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র

পাওয়ার জেনারেশন কোম্পানির মৌখিক পরীক্ষা ৬ মার্চ

এরিয়া ম্যানেজার নেবে এসএমসি

স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে চাকরি

তিতাসে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ছাত্রজীবনে ইন্টার্নশিপের গুরুত্ব

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়তে চাইলে

আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

স্থাপত্য অধিদপ্তরে মৌখিক পরীক্ষা শুরু ৫ মার্চ