হোম > চাকরি

বিসিএস ভাইভা প্রস্তুতি: আনসার ক্যাডারের কমন প্রশ্নোত্তর

এম এম মুজাহিদ উদ্দীন

চলছে ৪৪তম বিসিএস ভাইভা। এ পরীক্ষায় ভালো করার জন্য গুছিয়ে প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই। এ জন্য বেশি বেশি বিগত সময়ে ক্যাডারে উত্তীর্ণদের ভাইভা অভিজ্ঞতা পড়তে হবে। শতাধিক বিসিএস ক্যাডারের ভাইভা অভিজ্ঞতা বিশ্লেষণ করে আনসার ক্যাডারের কমন কিছু প্রশ্নোত্তর নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

প্রশ্ন: আনসার ক্যাডারের পদসোপান বলো?
উত্তর: মহাপরিচালক অতিরিক্ত-মহাপরিচালক, উপমহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক।

প্রশ্ন: আনসার বাহিনীর ইউনিফর্ম কেমন?
উত্তর: কমব্যাট বা জলপাই পোশাক।
 
প্রশ্ন: আনসার ও ভিডিপি কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রশ্ন: আনসার ক্যাডারে নিয়োগপ্রাপ্ত একজন সহকারী পরিচালক সাধারণত কী কী কাজ করে থাকেন?
উত্তর: প্রশাসন পরিদপ্তরের ক্ষেত্রে একজন সহকারী পরিচালককে সাধারণত প্রশাসনিক, উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের প্রাথমিক কাজ দেখভাল করতে হয়। পাশাপাশি এ-সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কাজ সমন্বয় ও সম্পাদনের কাজ করতে হয়। প্রশিক্ষণ পরিদপ্তরের ক্ষেত্রে ক্রীড়া ও সাংস্কৃতিক, প্রশিক্ষণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমন্বয় এবং মনিটর করাসহ তৃণমূল পুনর্গঠনের কাজ সম্পাদন করতে হয়। এ-সংক্রান্ত কাজের মাঠপর্যায়ের পরিকল্পনা সম্পাদন করতে হয়। অপারেশন পরিদপ্তরের ক্ষেত্রে, আভিযানিক কার্যক্রমসহ শাখা ব্যবস্থাপনার প্রাথমিক কাজ সমন্বয় ও সম্পাদন করা লাগে।

জেলা পর্যায়ে নিয়োজিত থাকলে উপজেলা পর্যায়ের কাজের নিয়মিত রিপোর্ট সংগ্রহ এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং কোম্পানি কমান্ডারকে কোম্পানি ব্যবস্থাপনার ব্যাপারে দেখভালের নির্দেশনা দিতে হয়। উপজেলা পর্যায়ে নিয়োগ, আনসার ও ভিডিপি ব্যবস্থাপনাসহ ইউনিয়ন এবং গ্রাম প্রতিরক্ষার ক্ষেত্রে জেলা কমান্ড্যান্টের প্রণয়ন করা পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নতুন নিয়োগপ্রাপ্ত আনসারদের প্রশিক্ষণ ব্যবস্থাপনার জন্য উপজেলা কর্মকর্তা ও কোম্পানি কমান্ডারকে নির্দেশনা দিতে হয়। যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি অধিদপ্তর তাদের নিরাপত্তার জন্য আনসার ও ভিডিপি সার্ভিসের কাছে আনসার নিয়োগের অনুমোদন চাইতে পারে। সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত আনসারদের প্রতিষ্ঠানে প্রেরণের কাজ সম্পাদন করতে হয় একজন সহকারী পরিচালককে।

প্রশ্ন: আনসার বাহিনী কয়টি শাখার সমন্বয়ে গঠিত?
উত্তর: ৩টি শাখার। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

প্রশ্ন: ভিডিপির (VDP) পূর্ণ রূপ কী?
উত্তর: Village Defence Party (গ্রাম প্রতিরক্ষা বাহিনী)।

প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত আনসার বাহিনীর সদস্য কত জন?
উত্তর: তিনজন। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন আনসার বাহিনীর সদস্যকে বীরত্বের পুরস্কার (Gallantry Awards) দেওয়া হয়। তাঁরা হলেন: চাঁদপুরের বীরবিক্রম প্লাটুন কমান্ডার শহীদ এলাহী বক্স পাটোয়ারী, মাগুরার বীর প্রতীকী প্লাটুন কমান্ডার মো. গোলাম ইয়াকুব ও মেহেরপুরের বীরপ্রতীক শহীদ ওয়ালিউল হোসেন। 

প্রশ্ন: ভাষা আন্দোলনে আনসার বাহিনীর কোন সদস্য শহীদ হন?
উত্তর: আনসার কমান্ডার আব্দুল জব্বার। 

প্রশ্ন: আনসার বাহিনী গঠনের ইতিহাস বলেন? 
উত্তর: ১৯৪৭ সালে দেশভাগের পর প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। প্রাণ হারায় প্রায় ৫ লাখ। নিজের পিতৃভূমি ত্যাগ করে শুধু একটু আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষ দেশান্তরিত হয়। দেশের এমন ক্রান্তিলগ্নে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মি. জেমস বুকাননের নেতৃত্বে ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি গঠন করা হয় আনসার বাহিনী। 

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে চাকরি সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি

বীমা করপোরেশনের চূড়ান্ত ফল প্রকাশ

সুপ্রিম কোর্টের মৌখিক পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিয়োগ

পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

অ্যাডমিশন অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি

ইউএস–বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

পেট্রোবাংলার লিখিত পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি

স্নাতক পাসে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

সেকশন