সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনে আট ক্যাটাগরির পদে পঞ্চম থেকে নবম গ্রেডে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: হেড অব সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ১,০৯,২০০ টাকা
পদের নাম: হেড অব সিকিউরিটি পাস
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ৮৪,০০০ টাকা
পদের নাম: এনপিপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ৮৪,০০০ টাকা
পদের নাম: হেড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ১,০৯,২০০ টাকা
পদের নাম: হেড অব ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ১,০৯,২০০ টাকা
পদের নাম: ডেপুটি হেড অব ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ৮৪,০০০ টাকা
পদের নাম: হেড অব ইনফরমেশন অ্যান্ড অ্যানালিটিক্যাল গ্রুপ
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
মূল বেতন: ৮৪,০০০ টাকা
পদের নাম: ভেহিকেল ইন্সপেক্টর
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ড্রাইভিং লাইসেন্সসহ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৪ বছর।
মূল বেতন: ৫২,৮০০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন ফি: প্রার্থীকে তাঁর আবেদন নিশ্চিতকরণের জন্য এই ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে যেকোনো টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি