Ajker Patrika
হোম > চাকরি

৪৬৪ জনের চাকরির সুযোগ দেবে পিডিবি

অনলাইন ডেস্ক

৪৬৪ জনের চাকরির সুযোগ দেবে পিডিবি

জনবল নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৪৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের ২০তম গ্রেডের এই পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদরে সংখ্যা: ৪৬৪টি

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি অথবা সমমান পাস হতে হবে। 

শারীরিক যোগ্যতা: পুরুষের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষদের বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 

প্রযোজ্যতা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১১ এপ্রিল ২০২৩ তারিখের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 

বয়সসীমা: ১৭ এপ্রিল ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া ২৫ মার্চ ২০২০ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে, তাঁরাও আবেদন করতে পারবেন। 

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন এই  লিংকে দেওয়া বিজ্ঞপ্তিতে। 

আবেদন করতে সমস্যা হলে: অনলাইনে আবেদন করতে কোনো ধরনের সমস্যা হলে টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১-এ কল করা যাবে। এ ছাড়া (alljobs.query@teletalk.com.bd) ঠিকানায় ই-মেইলে বা টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। তবে এ ক্ষেত্রে মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। 

আবেদন ফি: প্রার্থীকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৫ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। 

সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগ দেবে আজকের পত্রিকা

পরিচালক পদে নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র

পাওয়ার জেনারেশন কোম্পানির মৌখিক পরীক্ষা ৬ মার্চ

এরিয়া ম্যানেজার নেবে এসএমসি

স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে চাকরি

তিতাসে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

ছাত্রজীবনে ইন্টার্নশিপের গুরুত্ব

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়তে চাইলে

আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

স্থাপত্য অধিদপ্তরে মৌখিক পরীক্ষা শুরু ৫ মার্চ