৩৮তম ও ৪২তম বিসিএস থেকে মোট ৮৮৩ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসক ও ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে সুপারিশ পেয়েছেন। আজ মঙ্গলবার এক সভা শেষে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ৫৩৯জন ও ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।