হোম > চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইনসে লাখ টাকা বেতনে চাকরি

চাকরি ডেস্ক

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস নিজস্ব অর্থায়নে দুই বছরের জন্য ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ ডিসেম্বর। 

পদের নাম: ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন বিষয়ে জিপিএ-৪ সহ জিপিএ ৪.৫ অথবা ‘ও’ লেভেলে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড ‘এ’ এবং ‘এ’ লেভেলে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম ২ বিষয়ে গ্রেড ‘বি’ অর্জনকারী হতে হবে। মৌখিক ও লিখিত যোগাযোগের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষ হতে হবে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন করার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে তাঁদের পরীক্ষার ফল প্রকাশের পর যাচাই করা হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর উচ্চতা ১৬০ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। ওজন হতে হবে বিএমআইয়ের উচ্চতার আনুপাতিক হারে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হওয়া আবশ্যক। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকা কাম্য নয়। 

বয়স: সর্বোচ্চ ২৪ বছর।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া: আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন), অ্যাপ্টিটিউড পরীক্ষা, সাইকোমেট্রিক, ব্যক্তিগত প্রোফাইলিং ভাইভা, ব্যবস্থাপনা ভাইভা ও মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নির্বাচন করা হবে।
বেতন: নিয়োগপ্রাপ্তকে মাসে ৩৫,০০০ টাকা দেওয়া হবে। তবে বেসিক লাইসেন্স পাওয়ার পর বেতন হবে ১,১০,০০০ টাকা এবং টাইপ রেটেড ইঞ্জিনিয়ার (টিআরই) হওয়ার পর সেই বেতন বেড়ে দাঁড়াবে ২,০০,০০০ টাকা। 

অন্যান্য সুযোগ-সুবিধা: ইউএস-বাংলা এয়ারলাইনসে কাজের সুযোগ পাওয়ার পর এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বছরে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সম্পূর্ণ বিনা খরচে খাবারের ব্যবস্থা ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিমান টিকিটসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা নিয়োগ-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। মনে রাখতে হবে, ইউএস-বাংলা এয়ারলাইনস কখনো নিয়োগের কোনো ধাপে আবেদনকারীদের কাছ থেকে নগদ অর্থ বা চার্জ নেয় না। নিয়োগের অংশ হিসেবে যদি আপনার কাছে অর্থ চাওয়া হয়, তবে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না এবং সব নথিপত্রসহ তথ্যটি feedback@usbair.com —এই ঠিকানা বরাবর ই-মেইলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।

সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইনসের ওয়েবসাইট

স্থানীয় সরকার বিভাগের অধীনে চাকরি, বেতন ১৩–২০ গ্রেডে

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

ঢাকায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, নেই বয়সসীমা

৬০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

এলপি গ্যাস লিমিটেডের লিখিত ফল প্রকাশ