হোম > চাকরি

পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪: ১৫
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৪: ১৫
প্রতীকী ছবি

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিজিসিবি ১টি শূন্য পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/এইচআরএম/ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচআরএম বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজার বা সমপদ বা এর উচ্চপদে অন্তত পাঁচ বছরের এবং জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৭ বছর।
চাকরির ধরন: পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক। তবে প্রার্থীর ৬০ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: ১,২০,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদনের সঙ্গে ‘বায়োডাটা, তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সমস্ত শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, এনআইডি, নাগরিকত্ব সনদ ও পে-অর্ডার টাকা’ পাঠাতে হবে। আবেদনপত্র ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরএম), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, গ্রিড ভবন, অ্যাভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২’ বরাবর পাঠানো যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চাকরি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নেবে ৫২৪ জন কর্মী

পল্লী বিদ্যুৎ সমিতিতে ৭৬৪ জনের চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন করা যাবে

ডাক বিভাগে চাকরির সুযোগ, নেবে ২২১ জন