Ajker Patrika
হোম > চাকরি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ইঞ্জিনিয়ারিং সেকশনে ১১০ জনের চাকরির সুযোগ  

অনলাইন ডেস্ক

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ইঞ্জিনিয়ারিং সেকশনে ১১০ জনের চাকরির সুযোগ  

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইঞ্জিনিয়ারিং সেকশনের ১১০ জন নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি/ইআরইউ/পিঅ্যান্ডএম/ইআরসি/এসঅ্যান্ডপি/জিএস) 

নিয়োগের ধরন: নির্বাচিত প্রার্থী যোগদানে সম্মত হলে তাঁকে প্রথম ১ বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ দেওয়া হবে। প্রবেশন শেষ হলে সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে চাকরি নিয়মিতকরণ করা হবে। 

আবেদনের যোগ্যতা: আবেদনকারীদের ইলেকট্রিক্যাল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি এবং সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫.০০ এর মধ্যে জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ এবং অটোক্যাড বিষয়ে জানাশোনা থাকতে হবে। 

আবেদনকারীর বয়স: আবেদনকারীর বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারিত বয়সসীমার ৩০ বছরে মধ্যে থাকলেও আবেদন করা যাবে। 

আবেদন ফি: টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে আবেদন ফি ৩০০ টাকা এসএমসের মাধ্যমে পরিশোধ করতে হবে। 

আবেদনের লিংক: এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। 

আবেদনের সময়সীমা: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। 

বেতন ও সুযোগ-সুবিধা: প্রবেশন চলাকালীন নির্ধারিত বেতন ২৯,৬০০ (উনত্রিশ হাজার ছয় শ) টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি দেওয়া হবে। প্রবেশন মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক চাকরি নিয়মিত হলে সমিতির।

বেতন: ২০১৬ সালের কাঠামো অনুযায়ী ৩১,০৮০ (একত্রিশ হাজার আশি) টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। 

সূত্র: বিজ্ঞপ্তি

কর্মী নিচ্ছে সিটি ব্যাংক, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ

বাংলাদেশ এয়ারলাইনসের পরীক্ষা ৮ মার্চ

বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রোগ্রাম স্পেশালিস্ট পদে কর্মী নেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

অফিসার পদে কর্মী নেবে সেভ দ্য চিলড্রেন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৭৫১

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চাকরি

জনবল নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি

জনবল নিয়োগ দেবে আজকের পত্রিকা

পরিচালক পদে নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র