চাকরি ডেস্ক
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটি ডিজিটাল অ্যাড সেলসে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবদেন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ, ডিজিটাল অ্যাড সেলস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক।
কাজের ধরন: ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা করা, ক্লায়েন্টদের শনাক্ত করা এবং লক্ষ্য অর্জন করা, ক্লায়েন্টদের সঙ্গে একটি আকর্ষণীয় সম্পর্ক তৈরি করা, গ্রাহকদের চমৎকার সেবা দেওয়া। ইত্যাদি।
যোগ্যতা এবং দক্ষতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম বিশেষ করে গুগল এ্যাড ম্যানেজার সম্পর্কে ভালো দক্ষতা, চমৎকার যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ–সুবিধা: অর্ধেক ভর্তুকিসহ দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব ভাতা, হলিডে ডিউটি অ্যালাউন্স, পলিসি অনুযায়ী অর্জিত ছুটি নগদীকরণ, লেটনাইট ড্রপ ফ্যাসিলিটিজসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিভি পাঠাতে পারেন career@ajkerpatrika.com এই ই-মেইলে অথবা ‘মানবসম্পদ বিভাগ, আজকের পত্রিকা, হাউস ৮, রোড ২, ব্লক সি, বনশ্রী, রামপুরা, ঢাকা ১২১৯)’ এই ঠিকানায়।
আবেদন করার সময় অবশ্যই পদের নাম উল্লেখ করবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি