বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের দুটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটির নিয়োগ শাখার ব্যবস্থাপক প্রশাসক মোহাম্মদ জহুরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদগুলো হলো: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এওসি/এসিপি) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট সেফটি/কোয়ালিটি অ্যাসুরেন্স/ফ্লাইট ডেটা মনিটরিং)। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এসব প্রার্থীর পরবর্তী কার্যক্রমের জন্য নিয়োগ শাখা থেকে যোগাযোগ করা হবে।