স্থগিত হওয়া বন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক (সংস্থাপন) মো. তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগে প্রেরিত প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে হাজির হতে হবে।
লিখিত পরীক্ষার ফল ২০ ডিসেম্বর বন অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বন অধিদপ্তরে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি লিখিত পরীক্ষার ফলের সঙ্গে উল্লেখ করা হবে।