চাকরি ডেস্ক
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় ১০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোল নম্বরসহ উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্-পরিচয়সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগ-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।