৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ৮ মে থেকে। পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসে ট্যাক্স ও ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডার পাওয়া নাফিস সাদিক।
মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বই: বিসিএস ভাইভা গাইড (কনফিডেন্স), ক্র্যাক বিসিএস ভাইভা (Crack BCS Viva), ড. জামিল’স প্রশাসন ভাইভা গাইড, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ—কনফিডেন্স, সাধারণ সংবিধান—কনফিডেন্স, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, শেখ মুজিব আমার পিতা এবং নিজের পড়া বিষয়ের ওপর লিখিত কোনো ভালো বই।
মৌখিক পরীক্ষার জন্য করণীয়
- ভাইভার জন্য উপযোগী পোশাক পরুন। এ ক্ষেত্রে পোশাকের সঙ্গে ব্যবহার করা টাই, বেল্ট, জুতা বা ঘড়ির মতো অন্যান্য জিনিস মানানসই হওয়া জরুরি।
- ভাইভা বোর্ডে অত্যন্ত নমনীয় ও ভদ্র থাকতে হবে। কক্ষে প্রবেশের পর উপস্থিত সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে অপেক্ষা করতে হবে। বসতে বলার পর নির্ধারিত আসনে বসবেন।
- কথা বলার সময় আঞ্চলিকতার বদলে প্রমিত বাংলায় কথা বলা ভালো। ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে ও বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিন।
- আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে হবে। কোনোভাবেই তর্ক করা যাবে না। আপনার যদি মনে হয়, কোনো উত্তর সঠিক হওয়া সত্ত্বেও গ্রহণ করা হচ্ছে না; সে ক্ষেত্রে ‘Sir, I beg to differ. But as per my knowledge this is the right answer. I might be wrong sir, but according to “any reference book” this is what I’ve read’—এই কথাগুলোর মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারেন।
- মৌখিক পরীক্ষার সময় আই কন্ট্রাক্ট করা খুব জরুরি। তাই প্রশ্ন যিনিই করুন, বোর্ডে উপস্থিত সবার সঙ্গে আই কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন।
- ভাইভা বোর্ডে কলম নিয়ে যাবেন, যেন কিছু লিখতে দেওয়া হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয়।
ভাইভা বোর্ডের প্রতিটি প্রশ্নের উত্তর ইতিবাচকভাবে দিতে হবে এবং পুরোটা সময় হাসিখুশি ও স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।