Ajker Patrika
হোম > চাকরি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৯ এপ্রিল

চাকরি ডেস্ক 

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৯ এপ্রিল
প্রতীকী ছবি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি-পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে।

কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

এতে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় দিয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

হেড অব অডিট নেবে ন্যাশনাল ব্যাংক

১০ পদে কর্মী নেবে ভূমি সংস্কার বোর্ড

সমবায় অধিদপ্তরে ৫১১ জনের বড় নিয়োগ

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে ৬৫১ পদে চাকরি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ১৮৭ জনের চাকরি

দুই ব্যাংকের ২৩৩ পদের আবেদন শেষ সোমবার

চাকরির সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ২৫৫