চাকরি ডেস্ক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দুটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২৪ ডিসেম্বর উত্তরায় দিয়াবাড়ির মেট্রোরেল ভবনে বেলা সাড়ে ৩টায় শুরু হবে।
প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো—জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা, প্রশিক্ষণ-সংক্রান্ত সনদের মূল কপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ডিএমটিসিএলের বোর্ডরুমে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা বা টিএ/ডিএ দেওয়া হবে না।