হোম > চাকরি

তৃতীয় ধাপের ফল আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল আগামী সপ্তাহে হতে পারে।

আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববারও লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। দুই বিভাগের ৪১৪টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয়। এতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৪০ হাজারের বেশি। এর আগে ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। মৌখিক পরীক্ষা শেষে প্রথম ধাপে ২ হাজার ৪৯৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

কর্মী নেবে ব্যাংক এশিয়া

ডাক অধিদপ্তরের অধীনে বড় নিয়োগ, পদ ৩৬৯

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে চাকরি সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি

বীমা করপোরেশনের চূড়ান্ত ফল প্রকাশ

সুপ্রিম কোর্টের মৌখিক পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিয়োগ

পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

অ্যাডমিশন অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি

ইউএস–বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

সেকশন