সম্প্রতি জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি তাদের তিনটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: আইন উপদেষ্টা (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশা/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: আইন পরামর্শক (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১৫ বছরের আইন পেশা/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: প্যানেল আইনজীবী (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ৭৫টি
যোগ্যতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশা/বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্যপদ থাকতে হবে।
অন্যান্য শর্তাবলি
*রাজউকের স্বার্থ আছে, এমন কোনো মামলায় এই প্রতিষ্ঠানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
*নিয়োজিত মামলার অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসে নির্দিষ্ট ছকে পরিচালক (আইন), রাজউক বরাবর আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
*কোনো মামলার রায় রাজউকের পক্ষে/বিপক্ষে হলে তাৎক্ষণিকভাবে পরবর্তী করণীয় বিষয়ে জরুরি ভিত্তিতে আইন শাখাকে মতামতসহ চিঠির মাধ্যমে জানাতে হবে।
*মামলার বিষয়ে হালনাগাদ তথ্যসহ এর তারিখ এবং মামলার সর্বশেষ অবস্থা বিস্তারিতভাবে পরিচালক (আইন) বরাবর চিঠির মাধ্যমে জানাতে হবে।
*কোনো বিজ্ঞ আইন উপদেষ্টা/আইন পরামর্শক/প্যানেল আইনজীবীর পেশাগত কার্যক্রম সন্তোষজনক না হলে কারণ দর্শানো ব্যতিরেকে তাঁর নিয়োগ বাতিল বা স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদন ফি: অফেরতযোগ্য ৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘চেয়ারম্যান, রাজউক’ বরাবর ‘পরিচালক (আইন), আইন শাখা, অষ্টম তলা, অ্যানেক্স ভবন, রাজউক, মতিঝিল, ঢাকা-১০০০’ ঠিকানায় অফিস চলাকালে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। তবে গত ২১ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগে একবার যাঁরা আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই। এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে রাজউকের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৩।
সূত্র: বিজ্ঞপ্তি