জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন আমিনুল ইসলাম খান। ১৬তম বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। নিজের অভিজ্ঞতালব্ধ বিজেএস পরীক্ষার নমুনা ভাইভা তুলে ধরেছেন তিনি।
আমিনুল: স্যার, আসতে পারি?
চেয়ারম্যান: আসুন।
আমিনুল: চেয়ারের কাছাকাছি যাওয়ার পর সালাম দিলাম।
চেয়ারম্যান: বসুন। আপনার নিজের সম্পর্কে বলুন।
আমিনুল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেছি। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, বরমী বাজার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। আমার বাসা গাজীপুর তবে থাকি পুরান ঢাকায়।
চেয়ারম্যান: আপনার বাবা কী করেন?
আমিনুল: বাবার পেশা বললাম।
চেয়ারম্যান: অন্য বই পড়েন কী?
আমিনুল: আগে অনেক পড়তাম। এখন আগের মতো পড়া হয় না। (এই উত্তরটা বোর্ড চেয়ারম্যান নেগেটিভলি নেন)
চেয়ারম্যান: সপ্তাহে দু-একটা বই এমনিতেই পড়া যায়। আপনি কেন জজ হতে চান?
আমিনুল: এটা স্বাধীন ও মহৎ পেশা।
চেয়ারম্যান: বিচারকেরা কী সত্যিই স্বাধীন?
আমিনুল: জি স্যার। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪) এবং ১১৬ক অনুসারে বিচারকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
চেয়ারম্যান: ৩৪২ ধারায় কী আছে?
আমিনুল: ৩৪২ ধারায় আসামিকে পরীক্ষা করার কথা বলা হয়েছে। এই ধারা অনুসারে বিচারক আসামিকে যেকোনো প্রশ্ন করতে পারেন।
চেয়ারম্যান: বিচারক কীভাবে ৩৪২ ধারায় প্রশ্ন করবে?
আমিনুল: বিচারক মামলার যেকোনো পর্যায়ে অথবা সাক্ষ্য গ্রহণের পরে প্রয়োজনীয় যেকোনো প্রশ্ন আসামিকে করতে পারেন। এ ক্ষেত্রে শপথ পড়ানোর প্রয়োজন নেই।
চেয়ারম্যান: যদি ১৬৪ ধারায় নেওয়া Confession ৩৪২ ধারায় পরীক্ষা না করে শাস্তি দিলে কি তা বৈধ হবে?
আমিনুল: ৩৪২ ধারায় পরীক্ষা না করলে অথবা পরীক্ষা ত্রুটিপূর্ণ হলে আপিল আদালত বিচারিক আদালতে তা ফেরত দিয়ে সঠিকভাবে পরীক্ষা করার নির্দেশ দেবে।
চেয়ারম্যান: এটা কোথায় পেয়েছেন?
আমিনুল: His Lordship জাস্টিস হামিদুল হক স্যারের বইতে।
চেয়ারম্যান: সংবিধানের কোথায় Interpretation Article আছে?
আমিনুল: অনুচ্ছেদ ১৫২।
চেয়ারম্যান: সরকারি অর্থ কী?
আমিনুল: সরি স্যার।