হোম > চাকরি

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণের অনুরোধ জানানো হবে।

আজ বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, বিসিএসে আবেদনের ফি ছিল ৭০০ টাকা, পিএসসি প্রস্তাব করেছিল ৩৫০ টাকা করার। কিন্তু সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা হবে ২০০ টাকা। ৪৭তম বিসিএসের আবেদন করতে ২০০ টাকা লাগবে।

মোখলেস উর রহমান বলেন, অর্থ বিভাগের মাধ্যমে আরেকটি আদেশ জারি হচ্ছে-ব্যাংক, বিমা, আধা-সরকারি যেটাকে আমরা বলি এক্সটেনশন অব দি গভর্নমেন্ট, এমন যেকোনো প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হবে।

‘আমরা অর্থ বিভাগের চিঠিতে একটি লাইনের অনুরোধ দিয়ে দেব যে, বেসরকারি প্রতিষ্ঠানও যাতে এই অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে। এই অনুরোধটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও জানাতে পারি। সবটা হলো আমাদের জনগণের জন্য।’

সচিব বলেন, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান লোক নিয়োগে আবেদন ফি দেড় হাজার থেকে দুই হাজার টাকা নেয় জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘চাকরি হয় দুজনের, কিন্তু ২০০ লোক আবেদন করে।’

জনপ্রশাসন সচিব জানান, বিসিএসে আবেদনে প্রতিবন্ধী প্রার্থীদের কাছ থেকে এত দিন ১০০ টাকা অতিরিক্ত ফি নেওয়া হতো। এটা কমিয়ে পিএসসি ৫০ টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু সচিব কমিটি এই অতিরিক্ত ফি উঠিয়ে দিয়েছে। এখন থেকে প্রতিবন্ধী প্রার্থীরাও ২০০ টাকা দিয়ে আবেদন করতে পারবেন।

সরকার চাকরিতে আবেদনের ফি কমিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

স্থানীয় সরকার বিভাগের অধীনে চাকরি, বেতন ১৩–২০ গ্রেডে

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

ঢাকায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, নেই বয়সসীমা

৬০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

ডাক ও টেলিযোগাযোগের পরীক্ষার সূচি

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের চূড়ান্ত ফল প্রকাশ

টিসিবির মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর

এলপি গ্যাস লিমিটেডের লিখিত ফল প্রকাশ