জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক পাস করেন সাজ্জাতুল সবুজ। পরে ১৬তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে অর্জন করেন ২৩তম মেধাক্রম। নিজের অভিজ্ঞতার আলোকে বিজেএস পরীক্ষার নমুনা ভাইভা তুলে ধরেছেন তিনি।
আমি: স্যার, আসতে পারি?
১ম প্রশ্নকর্তা: হ্যাঁ, আসেন।
আমি: চেয়ারের কাছাকাছি গিয়ে সবাইকে উদ্দেশ্য করা সালাম দিলাম।
১ম প্রশ্নকর্তা: বসুন, আপনার বাসা কোথায়?
আমি: ঢাকা জেলার দোহার থানায়।
১ম প্রশ্নকর্তা: কোন বিশ্ববিদ্যালয়?
আমি: স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১ম প্রশ্নকর্তা: আপনার বিশ্ববিদ্যালয়ের পাশে তো ঢাকা কোর্ট। কখনো গিয়েছেন? জেরা করতে দেখেছেন?
আমি: মাঝে মাঝে ডিপার্টমেন্টের সিনিয়র ভাইদের সঙ্গে যাওয়া হয়েছে।
১ম প্রশ্নকর্তা: আচ্ছা, মনে করেন একটি অপরাধ সংগঠিত হলো। পুলিশ গিয়ে আশেপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করবে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিবে। তাদের বক্তব্য লিখবে। কোন আইন অনুযায়ী করে এটা?
আমি: আনন্যাচারাল ডেথ হলে ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারা অনুযায়ী।
১ম প্রশ্নকর্তা: না, মনে করেন একটা খুন হইলো। স্পেসিফিক প্রভিশন বলবেন।
আমি: ১৬১ ধারা।
১ম প্রশ্নকর্তা: ঠিক বলেছেন।
এরপর সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট মিলিয়ে বিশাল একটা ফ্যাক্ট বলেন।
আমি: CrPC 161, Evidence 145, 27, 32 টেনে আন্সার করি।
২য় প্রশ্নকর্তা: বলেন তো, Strict Liability কী?
আমি: সরি স্যার। পড়েছিলাম, কিন্তু স্পেসিফিক্যালি মনে পড়ছে না।
২য় প্রশ্নকর্তা: রাইল্যান্ড ভার্সেস ফ্লেচার মামলা পড়েননি?
আমি: স্যার, এটা টর্ট ল’তে ছিল। ফার্স্ট ইয়ারে পড়েছিলাম।
২য় প্রশ্নকর্তা: আচ্ছা বলেন, কোর্ট কীভাবে স্থানান্তর করা যায়?
আমি: স্যার, মামলা?
২য় প্রশ্নকর্তা: অবশ্যই মামলা। (হাসতে হাসতে) কোর্ট তুলে নিয়ে তো আর আপনি পরিবর্তন করতে পারবেন না।
আমি: স্যার, on the application of the parties করা যায়; কোর্ট চাইলে Sue moto–ও করতে পারে। ন্যায়বিচার ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা থাকলে সাধারণত কোর্ট পরিবর্তন করা হয়।
১ম প্রশ্নকর্তা: স্পেসিফিক প্রভিশন বলেন।
আমি: স্যার, কোড অব সিভিল প্রিসিজিউরের সেকশন ২৪।
১ম প্রশ্নকর্তা: আর ক্রিমিনালের ক্ষেত্রে?
আমি: 525A, 526, 526B, 528–সবগুলো সংক্ষেপে বললাম।
১ম প্রশ্নকর্তা: আপনি কি নিজেকে সৎ মনে করেন?
আমি: জি স্যার।
১ম প্রশ্নকর্তা: আপনার এলাকায় একটা জজ বাড়ি আছে। চিনেন?
আমি: জি স্যার৷ নবাবগঞ্জে।
১ম প্রশ্নকর্তা: ওই জজের নাম বলেন।
আমি: সরি স্যার।
১ম প্রশ্নকর্তা: আচ্ছা, আপনার এলাকায় একজন বিচারপতি ছিলেন। কিন্তু বাড়িতে জজ বাড়ি লিখা ছিল না। ওনার বাড়ি নদীতে ভেঙে নিয়ে গেছে। তাঁর গ্রামের নাম বলেন।
আমি: আমার জানা নেই, স্যার।
১ম প্রশ্নকর্তা: জজ বাড়ি ঠিকই চিনেন, বিচারপতির বাড়ি চিনেন না।
আমি: সরি স্যার। দর্শনার্থী স্থান হিসেবে ছোটবেলায় গিয়েছিলাম, তাই চিনি।
১ম প্রশ্নকর্তা: মুক্তিযুদ্ধের সময় তো ভারত আমাদের অনেক সহায়তা করেছিলো, তাই না?
আমি: জি স্যার।
১ম প্রশ্নকর্তা: মুক্তিযুদ্ধের সময় কতজন বাঙালি ভারতে শরণার্থী হয়েছিলো?
আমি: ১৯৭১ সালের মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সর্বমোট ৯৮ লাখ ৯৯ হাজার ৩০৫ জন শরণার্থী প্রবেশ করেন।
১ম প্রশ্নকর্তা: যুদ্ধের সময় তাজউদ্দীন সাহেবেরা যেখানে থাকতেন সেই জায়গার নাম জানেন?
আমি: ৮ নম্বর থিয়েটার রোড। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল। (বিস্তারিত বললাম)
১ম প্রশ্নকর্তা: বঙ্গবন্ধু একবার তাজমহল দেখতে যান। সঙ্গে কে ছিলেন?
আমি: নাম মনে পড়ছিল না। তবে ঘটনা বলেছিলাম।
১ম প্রশ্নকর্তা: আপনি একবার পড়ে মনে রাখতে পারেন না। আপনি তো আইন মনে রাখতে পারবেন না।
আমি: আইন মনে রাখতে পারি। ইনশা আল্লাহ প্রস্তুতি নিয়েই যাব। আজও প্রস্তুতি নিয়ে এসেছি, স্যার।
৩য় প্রশ্নকর্তা: মানব ইতিহাসে প্রথম মামলা কোনটি?
আমি: স্যার, হাবিল-কাবিলের ঘটনাটি কি গ্রহণযোগ্য?
৩য় প্রশ্নকর্তা: আপনি কি প্রশ্নের বিপরীতে প্রশ্ন করতে পারেন?
আমি: সরি স্যার। আমি আন্তরিকভাবে দুঃখিত। (খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই সময়টাতে)। আমি দুটি ঘটনা জানি। হাবিল-কাবিলের, আর সুজানা কেইসের ঘটনা বললাম। দানিয়েলের কথাও উল্লেখ করলাম।
৩য় প্রশ্নকর্তা: এগুলো না। অনেককেই জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দিতে পারেনি। হাউস অব লর্ডসের একটি জাজমেন্টে আছে, আমিও একটা জাজমেন্টে এটি লিখেছি। গুগল সার্চ করলেই পাবেন।
আমি: জি স্যার। এটা আমার জানা ছিল না।
১ম প্রশ্নকর্তা: আচ্ছা, আপনি আসুন। ভালো থাকবেন।
আমি: আমার জন্য দোয়া করবেন স্যার। চেয়ার থেকে উঠে তখন মাত্র সাইডে দাঁড়িয়েছি।
২য় প্রশ্নকর্তা: আপনারা কী এখানের আলোচনা বাইরে প্রকাশ করেন?
৩য় প্রশ্নকর্তা: ওদের ফেসবুক পেজ আছে। ওখানে পোস্ট করে।
১ম প্রশ্নকর্তা: আপনারা করেন?
আমি: স্যার, বন্ধু বা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কেউ ভাইভা দিলে তাদের জিজ্ঞাসা করা হয় যে ভাইভা কেমন হলো!
১ম প্রশ্নকর্তা: তারা প্রশ্ন বলে?
আমি: স্যার, মনে থাকলে দুই বা একটা বলে।
১ম প্রশ্নকর্তা: এবার বলেন তো আপনার ভাইভা কেমন হয়েছে?
আমি: স্যার, আমি তো অনেকগুলো প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে পারিনি। নিজের প্রতি আমার এক্সপেক্টেশন আরও বেশি ছিল। আমি সেটা পুরো করতে পারিনি। আরও ভালো হওয়া উচিত ছিল।
১ম প্রশ্নকর্তা: আচ্ছা। আসুন।
আমি: আমার জন্য দোয়া করবেন স্যার।