হোম > চাকরি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে ১২ ও ১৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ৮ বিভাগীয় শহরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

আজ রোববার এনটিআরসিএ-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৮টি বিভাগীয় শহরের (বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট) জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’ 
 
গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন।  

এর আগে ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে স্কুল–২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন চাকরিপ্রার্থী। 

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের মোট তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

ডাক অধিদপ্তরের অধীনে বড় নিয়োগ, পদ ৩৬৯

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে চাকরি সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি

বীমা করপোরেশনের চূড়ান্ত ফল প্রকাশ

সুপ্রিম কোর্টের মৌখিক পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিয়োগ

পটুয়াখালী মেডিকেল কলেজে চাকরির সুযোগ

অ্যাডমিশন অফিসার নেবে গ্রিন ইউনিভার্সিটি

ইউএস–বাংলা এয়ারলাইন্সে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

পেট্রোবাংলার লিখিত পরীক্ষা শুরু ২৬ জানুয়ারি

সেকশন