বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনুপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৩ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০২৪ সালের ২৭ অক্টোবর শুরু হয়। যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবদেন করেছেন, তাঁদের মৌখিক পরীক্ষা আগামী ২৩ মার্চ সকাল ১০ টায় এনটিআরসিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকতে হবে।