Ajker Patrika
হোম > চাকরি > ক্যারিয়ার টিপস

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৪৪

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৪৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ গণিত বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো

১. এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিমি বেগে কিছু দূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিমি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল। সে মোট ৪ ঘণ্টায় ২০০ কিমি অতিক্রম করে। সে ৬০ কিমি/ঘণ্টা বেগে কত কিমি গিয়েছিল? 
    ক) ১০০    খ) ১২০ 
    গ) ১৫০     ঘ) ১৮০

২. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সঙ্গে দেখা হবে?
    ক) ২০     খ) ২৩ 

    গ) ২৪     ঘ) ২১

৩. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
    ক) ২৫ কিমি    খ) ২২ কিমি
    গ) ২০ কিমি    ঘ) ১৫ কিমি

৪. ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণের গাড়িটির গড় বেগ ৫৫ কিমি/ঘণ্টা হয়, তবে ভ্রমণের মোট সময়কাল কত? 
    ক) ১৮ ঘণ্টা    খ) ২০ ঘণ্টা
    গ) ২২ ঘণ্টা    ঘ) ২৪ ঘণ্টা

 ৫. একটি গাড়ির গতি সেকেন্ডে ৬০ ফুট। প্রতি ঘণ্টার গতি কত মাইল? 
    ক) ৪৪     খ) ৮৮ 
    গ) ৪০.৯     ঘ) কোনোটিই নয়

৬. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যত দূর যায়, কুকুর তিন লাফে তৎ দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
    ক) ১৫: ১৬     খ) ১৬: ১৫ 
    গ) ২০: ১২     ঘ) ১২: ২০

৭. এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ঘণ্টায় ২০ মাইল বেগে অতিক্রম করল এবং ঘণ্টায় ৩০ মাইল বেগে যাত্রাস্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?
    ক) ২৪     খ) ২৫.৫ 
    গ) ২৫     ঘ) ২৬

৮. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত?
    ক) ৫/৬     খ) ৫/৩ 
    গ) ৬/৭     ঘ) ৭/৮

 ৯. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসাবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল? 
    ক) ৪৫     খ) ৪৮ 
    গ) ৭৫     ঘ) ২৪

১০. একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কিমি বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। 
    ক) ৪০০ মিটার    
    খ) ৪৪০ মিটার
    গ) ৩৬০ মিটার
    ঘ) ২৮০ মিটার

১১. ০. ০০১ ÷ (০.১ × ০. ১) =কত? 
    ক) ০.০০১     খ) ০. ০১ 
    গ) ০.১     ঘ) ১. ০

১২. (০.০০৪)-এর বর্গ কত? 
    ক) ০.০১৬
    খ) ০. ০০০০১৬ 
    গ) ০.০০০১৬ 
    ঘ) ০. ০০১৬

১৩. (.০৩ ×.০০৫×.০০৬) =? 
    ক) ০.০০০০০৯০০ 
    খ) ০. ০০০০০০৯০ 
    গ) ০.৯০০০০০০০ 
    ঘ) ০. ০০০০৯০০০

১৪. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 
    ক) ৯০°    খ) ৩৬০°
    গ) ৩০০°    ঘ) ১৮০°

১৫. একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কত দিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? 
    ক) ৭২     খ) ৩৬ 
    গ) ৪২     ঘ) ৬৫

১৬. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের ওপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে ওই বাঁশের ওপর উঠবে? 
    ক) ২১     খ) ১০ 
    গ) ১১     ঘ) ১২

১৭.৩ জন পুরুষ ও ৬ জন বালকের আয়ের গড় ১২ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত টাকা? 
    ক) ১৪     খ) ১৬ 
    গ) ১৮     ঘ) ২০

১৮. প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? 
    ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ 
    ক) ১৫     খ) ১৩ 
    গ) ১৪     ঘ) ১২

১৯. ১-১০০ পর্যন্ত উপাত্তকে ১০টি শ্রেণিতে ভাগ করলে ৯ নম্বর শ্রেণিটি হবে—
    ক) ৭১-৮০     খ) ৮১-৯০ 
    গ) ৯১-১০০     ঘ) ৮০-৯১

২০. ১ /৩ ÷৪ /৫ ×৩ /৪ =? 
    ক) ৫/৯     খ) ৫/ ১৬ 
    গ) ৪/ ১৩     ঘ) ১/৫ 

উত্তর: ১. খ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

প্রথম বিজেএসেই সহকারী জজ অর্ণ

জাপানে ক্যারিয়ার গড়তে চাইলে দরকার চারটি বিশেষ প্রস্তুতি

ছাত্রজীবনে ইন্টার্নশিপের গুরুত্ব

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়তে চাইলে

অস্থির বৈশ্বিক কর্মবাজারে সাফল্য ধরে রাখার ৫ উপায়

যেভাবে করবেন স্ট্রেস ম্যানেজমেন্ট

নতুন ব্যবসা শুরু করবেন যেভাবে

নদীভাঙা জমির মালিকানা কার

নতুন চাকরিতে আবেদন করার কার্যকর কৌশল

নতুন বছরে লক্ষ্যে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম