হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: চূড়ান্ত সাজেশন পর্ব-২

গাজী মিজানুর রহমান

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির সিলেবাস চার ভাগে বিভক্ত: ১. বাংলা-২৫; ২. ইংরেজি-২৫; ৩. গণিত-২৫; ৪. সাধারণ জ্ঞান-২৫। গত সংখ্যায় বাংলা, ইংরেজি ও গণিত নিয়ে আলোচনা হয়েছে। বাকি ছিল সাধারণ জ্ঞান অংশ। আজ সাধারণ জ্ঞান ও নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির সাহায্যকারী বই নিয়ে চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব। আপনারা যাঁরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আশা করি তাঁরা উপকৃত হবে।

সাধারণ জ্ঞান
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়। তবে বাংলাদেশ বিষয়াবলি থেকে প্রশ্ন থাকে ১০-১৪টির মতো। তাই পড়তে পারেন:

  • বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি এবং বাংলাদেশ ও জাতিসংঘ-সম্পর্কিত প্রশ্ন।
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ।
  • মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
  • ছয় দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
  • ইউনেসকো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
  • বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
  • প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি।
  • বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনার অবস্থান ও প্রতিষ্ঠা।
  • বাংলা নববর্ষ-সম্পর্কিত প্রশ্ন।
  • আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর।
  • বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
  • বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
  • ক্রিকেট খেলা ও বিশকাপ ফুটবল ২০২২।
  • সাধারণ বিজ্ঞান থেকে কিছু কমন প্রশ্ন আসে; যেমন বিজ্ঞান নির্ণায়ক যন্ত্রের নাম, বিভিন্ন প্রকার কালচার (যেমন এপি কালচার, পিসি কালচার), রোগব্যাধি থেকে এক-দুটি কমন প্রশ্ন আসে।
  • জলবায়ু ও বায়ুমণ্ডল।
  • বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও মধ্যযুগের ইতিহাস। এ ক্ষেত্রে কিছু কমন প্রশ্ন থেকে এক-তিনটি প্রশ্ন করা হয়।
  • ICT থেকে এক-দুই কমন প্রশ্ন আসে; যা এমনিতেই পারবেন আগে সামান্য ধারণা থাকলে।

বি.দ্র. আসলে সাধারণ জ্ঞানের কনসেপ্ট অনেক বড়, তারপরও আমি এখানে ছোট করার চেষ্টা করেছি। এখানে টপিক বেশি মনে হলেও আসলে পড়া কম।

  • শিক্ষক নিবন্ধন Analysis/ BCS Preliminary Analysis/প্রাইমারি শিক্ষক নিয়োগ Analysis
  • অ্যাসিওরেন্স/প্রফেসরস বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংক। (যাঁদের হাতে সময় আছে পুরো বইটি ভালোভাবে শেষ করে নেবেন। অন্যান্য পরীক্ষায়ও কাজে দেবে। আর হাতে তেমন সময় না থাকলে কেবল ৩৫তম-৪৪তম প্রশ্নগুলো ভালো করে পড়ুন। অবশ্যই সুশাসন ও নৈতিকতা বাদ দিয়ে। তবে বিজ্ঞানের অংশটুকু ১০ম-৪৪তম পর্যন্তই পড়তে হবে)।
  • ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ ও English Grammar.
  • Authentic Model Test & Short Suggest (বাসায় বসে পরীক্ষার আগে Practice-এর জন্য)।

আশা করি, এই সাজেশনটি ফলো করলে অনেক বেশি উপকৃত হবেন।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

নতুন আয় বৃদ্ধিতে সহায়ক ৪ দক্ষতা

পড়াশোনার পাশাপাশি জাপানে চাকরির সুযোগ

যেমন হবে বার কাউন্সিল প্রিলিমিনারি প্রস্তুতি

ক্যারিয়ারে অগ্রগতির বড় শক্তি নেটওয়ার্কিং

মেডিকেল ভর্তি: প্রস্তুতির সঠিক কৌশল

চাকরিপ্রার্থীদের শেখার আগ্রহ থাকতে হবে

চাকরির পাশাপাশি ব্যবসা শুরুর ৫ ধাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন