Ajker Patrika
হোম > চাকরি > ক্যারিয়ার টিপস

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -৫৮

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক  চূড়ান্ত মডেল টেস্ট -৫৮

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো।

১. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়?

ক. বাঁধনহারা

খ. মৃত্যুক্ষুধা

গ. ঝিলিমিলি

ঘ. কুহেলিকা

২. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ কবে প্রকাশিত হয়?

ক. ১৯৬১ সালে

খ. ১৯৬২ সালে

গ. ১৮৬৩ সালে

ঘ. ১৮৬১ সালে

৩. বৃত্রসংহার কার লেখা?

ক. নবীনচন্দ্র সেন

খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নয় কোনটি?

ক. চরিত্রহীন

খ. পথের পাঁচালী

গ. দেবদাস

ঘ. শেষপ্রশ্ন

৫. ‘অলীক মানুষ’ কার লেখা?

ক. শওকত আলী

খ. হাসান আজিজুল হক

গ. সৈয়দ মুস্তাফা সিরাজ

ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

৬. কোনটি নাটক?

ক. কুলীনকুল সর্বস্ব

খ. চৌচির

গ. শবনম

ঘ. বিশ শতকের মেয়ে

৭. ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?

ক. কল্লোল পত্রিকা

খ. শিখা পত্রিকা

গ. ঢাকা প্রকাশ

ঘ. দিগদর্শন

৮. বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কী?

ক. কাজী নজরুল ইসলাম

খ. কবি কঙ্ক

গ. শাহ মুহম্মদ সগীর

ঘ. শামসুর রাহমান

৯. ‘বসন্তকুমারী’ নাটক কার রচনা?

ক) সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়

খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

গ) মীর মশাররফ হোসেন

ঘ) শহীদুল্লাহ কায়সার

১০. ‘গৃহদাহ’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?

ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী

খ) মধুসূদন ও কুমুদিনী

গ) সুরেশ ও অচলা

ঘ) গোবিন্দলাল ও রোহিনী

১১. বাংলা গীতি কবিতার জনক কে?

ক) বিহারীলাল চক্রবর্তী

খ) অতুলপ্রসাদ সেন

গ) রামপ্রসাদ সেন

ঘ) বড়ু চণ্ডীদাস

১২. ‘সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে’ উক্তিটি কোন কবির লেখা?

ক) কামিনী রায়

খ) কুসুমকুমারী দেবী

গ) কালীপ্রসন্ন ঘোষ

ঘ) শেখ সাদী

১৩. ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ উক্তিটি কোন কবিতার?

ক) বিদ্রোহী

খ) মানুষ

গ) কুলি-মজুর

ঘ) খেয়া পারের তরণী

১৪. ‘উদয়ের পথে শুনি কার বাণী

ভয় নাই ওরে ভয় নাই

নিঃশেষে প্রাণ যে করিবে দান

ক্ষয় নাই তার ক্ষয় নাই’ উক্তিটি কার?

ক) কাজী নজরুল ইসলাম

খ) সুকান্ত ভট্টাচার্য

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) জসীমউদ্‌দীন

১৫. ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?’ উক্তিটি কার?

ক) জীবনানন্দ দাশ

খ) সুকান্ত ভট্টাচার্য

গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

ঘ) শেখ ফজলুল করিম

১৬. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

ক) সুনীল গঙ্গোপাধ্যায়

খ) রাজশেখর বসু

গ) সমর সেন

ঘ) সমরেশ মজুমদার

১৭. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

ক) বঙ্গদর্শন

খ) তত্ত্ববোধিনী

গ) সংবাদ প্রভাকর

ঘ) দিকদর্শন

১৮. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম গল্প সংকলন গ্রন্থ কোনটি?

ক) বাংলাদেশ কথা কয়

খ) নামহীন গোত্রহীন

গ) সময়ের প্রয়োজনে

ঘ) অপঘাত

১৯. "A Search for Identity" বইটি কার লেখা?

ক) মেজর জেনারেল

সুখওয়ান্ত সিং

খ) মেজর আব্দুল জলিল

গ) অ্যান্থনি মাসকারেনহাস

ঘ) জে এফ আর জ্যাকব

২০. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র নয় কোনটি?

ক) Stop Genocide

খ) A State is Born

গ) The Blood Telegram

ঘ) ‘মুক্তির গান’; ‘মুক্তির কথা’

উত্তরমালা: ১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট ০১-৫৭ পর্যন্ত - এখানে ক্লিক করুন।

জাপানে ক্যারিয়ার গড়তে চাইলে দরকার চারটি বিশেষ প্রস্তুতি

ছাত্রজীবনে ইন্টার্নশিপের গুরুত্ব

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়তে চাইলে

অস্থির বৈশ্বিক কর্মবাজারে সাফল্য ধরে রাখার ৫ উপায়

যেভাবে করবেন স্ট্রেস ম্যানেজমেন্ট

নতুন ব্যবসা শুরু করবেন যেভাবে

নদীভাঙা জমির মালিকানা কার

নতুন চাকরিতে আবেদন করার কার্যকর কৌশল

নতুন বছরে লক্ষ্যে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম

সময় বাঁচানোর কৌশল