Ajker Patrika
হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -২৫

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -২৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকার সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। 
আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. বাংলাদেশ প্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যোগদান করে কবে?
    ক) ১৮৯৯ সালে
    খ) ১৯৮৮ সালে
    গ) ১৯৭৭ সালে
    ঘ) ১৮৭৮ সালে

২. সবচেয়ে বেশি আর্সেনিক রোগে আক্রান্ত কোন জেলা?
    ক) চাঁপাইনবাবগঞ্জ
    খ) ফরিদপুর
    গ) চাঁদপুর    ঘ) মুন্সিগঞ্জ

৩. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
    ক) ১৬৭৪    খ) ১৭৬১
    গ) ১৭৫৭    ঘ) ১৭৬৪

৪. বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে?
    ক) ১৮৬২ সালে
    খ) ১৮৬৩ সালে
    গ) ১৮৫৮ সালে
    ঘ) ১৮৬১ সালে

৫. ইউনেসকো কর্তৃক সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
    ক) ১৯৭৮ সালে
    খ) ১৯৯৭ সালে
    গ) ১৮৯৯ সালে
    ঘ) ১৯৮৮ সালে

৬. ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব?
    ক) গারো    খ) খাসিয়া
    গ) চাকমা    ঘ) মারমা

৭. ‘খিয়াং’ সম্প্রদায় কোথায় বসবাস করে?
    ক) সিলেট            খ) পার্বত্য চট্টগ্রাম
    গ) বান্দরবান            ঘ) পটুয়াখালী

৮. উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রের ‘বিরিশিরি’ কোথায় অবস্থিত?
    ক) বান্দরবান            খ) খাগড়াছড়ি
    গ) নেত্রকোনা            ঘ) কক্সবাজার

৯. ‘মণিপুরী’ উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী?
    ক) খ্রিষ্টান            খ) হিন্দু
    গ) বৈষ্ণব            ঘ) প্রকৃতি পূজারি

১০. বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি?
    ক) চাকমা            খ) সাঁওতাল
    গ) রাজবংশী            ঘ) নাগা

১১. চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে?
    ক) চাকমা            খ) খুমি
    গ) মারমা            ঘ) খাসিয়া

১২. বাংলাদেশে কোন ধরনের চাষ সবচেয়ে বেশি জমিতে করা হয়?
    ক) বোরো            খ) আউশ
    গ) ইরি            ঘ) আমন

১৩. বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি তুলা জন্মে?
    ক) যশোর            খ) কুষ্টিয়া
    গ) ঝিনাইদহ            ঘ) মুন্সিগঞ্জ

১৪. জুটন আবিষ্কার করেন কে?
    ক) ড. আখতার হামিদ খান
    খ) ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
    গ) ড. মাকসুদুল আলম
    ঘ) ড. শরীফ সিদ্দিকী

১৫. তিস্তা সেচ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নয় কোন জেলাটি?
    ক) নীলফামারী
    খ) রংপুর
    গ) রাজশাহী
    ঘ) দিনাজপুর

১৬. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
    ক) ভ্যাট    খ) পোশাক
    গ) শিল্প    ঘ) সেবা

১৭. কোন মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী?
    ক) দোআঁশ মাটি
    খ) এঁটেল মাটি
    গ) পলিমাটি
    ঘ) বেলেমাটি

১৮. ‘ডায়মন্ড’ কিসের জাতের নাম?
    ক) কলা    গ) ভুট্টা
    ঘ) গম    ঘ) আলু
১৯. বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
    ক) চট্টগ্রাম            খ) বাগেরহাট
    গ) খুলনা            ঘ) ময়মনসিংহ

২০. বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই?
    ক) ৪৭টি    খ) ২৮টি
    গ) ২৬টি    ঘ) ৩৮টি

উত্তরমালা-২৫: ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. খ।

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

কাজের চাপ কমাতে সময়কে নিয়ন্ত্রণ করুন

বিজেএস পরীক্ষা: ঐচ্ছিক আইনে সর্বোচ্চ নম্বর তোলার কৌশল

ক্ষুদ্র বিনিয়োগে স্টার্টআপ শুরুর ৭ কৌশল

টিউশনিতে যে বিষয়গুলো মেনে চলা উচিত

প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদায় ১০ ডিজিটাল দক্ষতা

১৮তম বিজেএস পরীক্ষার বিশেষ প্রস্তুতি

যেভাবে ভিডিও রেজুমে তৈরি করবেন

নতুন অফিসে মানিয়ে নেওয়ার কৌশল

নতুন ম্যানেজারের নেতৃত্বদানের প্রথম ১০০ দিন

পদোন্নতি পেতে যে ৬ নেতৃত্বগুণ দরকার