Ajker Patrika
হোম > চাকরি > ক্যারিয়ার পরামর্শ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -০৯

গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট -০৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত আজকের পত্রিকায় সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. কে বাংলাদেশকে ‘ধনসম্পদপূর্ণ নরক’ বা ‘দোজখপুর নিয়ামত’ বলে আখ্যায়িত করেছেন? 
    ক) সম্রাট হুমায়ুন     
    খ) ইবনে বতুতা
    গ) সম্রাট আকবর
    ঘ) কুতুবউদ্দিন আইবেক

২. বাংলায় কার শাসনামলকে ‘মুসলিম শাসনের স্বর্ণযুগ’ বলা হয়? 
    ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ
    খ) নুসরত শাহ
    গ) আলাউদ্দিন হোসেন শাহ
    ঘ) শামসুদ্দিন ফিরোজ শাহ

৩. ‘মোহাম্মদ হাদী’ কার বাল্য নাম? 
    ক) মুর্শিদ কুলি খান
    খ) আওরঙ্গজেব
    গ) সিরাজউদ্দৌলা
    ঘ) নাজিম-উদ-দৌলা

৪. ঢাকা থেকে বাংলার রাজধানী প্রথমবারের মতো রাজমহলে স্থানান্তর করেন কে? 
    ক) সুবেদার মীর জুমলা
    খ) সুবেদার শাহ সুজা
    গ) সম্রাট আওরঙ্গজেব 
    ঘ) সুবেদার ইসলাম খান

৫. বারো ভূঁইয়াদের পরাজিত করেন কে? 
    ক) সম্রাট জাহাঙ্গীর 
    খ) সম্রাট আকবর
    গ) সুবেদার ইসলাম খান 
    ঘ) নবাব শায়েস্তা খান

৬. মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেন? 
    ক) সম্রাট আকবর 
    খ) সম্রাট বাবর
    গ) পরীবিবি
    ঘ) নবাব শায়েস্তা খান

৭. ‘গ্রান্ড ট্রাংক রোড’ কে নির্মাণ করেন? 
    ক) শের শাহ    
    খ) হুমায়ুন 
    গ) সুবেদার ইসলাম খান 
    ঘ) নবাব মুর্শিদ কুলি খান

৮. ‘সূর্যাস্ত আইন’ কিসের সাথে যুক্ত? 
    ক) দ্বৈতশাসন     খ) সতীদাহপ্রথা
    গ) বিধবাবিবাহ
    ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত

৯. উপমহাদেশে প্রথম কাগজের টাকা চালু করেন কে? 
    ক) লর্ড ক্লাইভ
    খ) লর্ড কর্নওয়ালিশ
    গ) লর্ড ক্যানিং 
    ঘ) লর্ড উইলিয়াম বেন্টিংক

১০. ‘স্বদেশি আন্দোলন’-এর নেতা কে ছিলেন? 
    ক) মহাত্মা গান্ধী 
    খ) অরবিন্দ ঘোষ
    গ) হাজি শরীয়তউল্লাহ 
    ঘ) তিতুমীর

১১. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? 
    ক) এলান অক্টোভিয়ান হিউম
    খ) মি. এটলি
    গ) মোহন দাস করমচাঁদ গান্ধী 
    ঘ) নবাব সলিমুল্লাহ

১২. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? 
    ক) খাজা নাজিমুদ্দিন 
    খ) ইস্কান্দার মির্জা
    গ) আইয়ুব খান
    ঘ) চৌধুরী খালেকুজ্জামান

১৩. ‘মৌলিক গণতন্ত্রের’ প্রবর্তক কে? 
    ক) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
    খ) আইয়ুব খান
    গ) ইস্কান্দার মির্জা
    ঘ) এ. কে. ফজলুল হক

১৪. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 
    ক) খাজা নাজিমুদ্দিন 
    খ) লিয়াকত আলী খান
    গ) ইস্কান্দার মির্জা
    ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ

১৫. ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার আসামির সংখ্যা কতজন ছিলেন? 
    ক) ৩৩     খ) ৩৪ 
    গ) ৩৫     ঘ) ৩৬

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি দেন কে? 
    ক) আ. স. ম আবদুর রব
    খ) জেনারেল আইয়ুব খান
    গ) মো. আজফার
    ঘ) এ. কে ফজলুল হক

১৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসনে জয়লাভ করে? 
    ক) ১৬০    খ) ১৬৯ 
    গ) ১৬৭     ঘ) ১৭৮

 ১৮. হান্টার কমিশন তথা ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করেন-
    ক) লর্ড লিটন    খ) লর্ড রিপন
    গ) লর্ড মিন্টো    ঘ) লর্ড হার্ডিঞ্জ

১৯. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? 
    ক) নওয়াব আব্দুল লতিফ
    খ) অরবিন্দ ঘোষ
    গ) স্যার সৈয়দ আহমেদ খান
    ঘ) হাজি মুহম্মদ মুহসীন

২০. সম্রাট আকবরের জীবনী লিখেন কে? 
    ক) নাদির শাহ    খ) শাহজাহান 
    গ) শেরশাহ    ঘ) আবুল ফজল

উত্তরপত্র: ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ 
৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. গ 
২০. ঘ

গাজী মিজানুর রহমান, ৩৫ তম বিসিএস ক্যাডার।

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েও বিসিএস দিলেন?

আইনে পড়ার ভবিষ্যৎ

প্রথমবার টিম লিডার হলে যেভাবে সহকর্মীদের সামলাবেন

বিসিএসের নমুনা ভাইভা: সিভিল সার্ভেন্ট কারা?

সঞ্চয়ের জাপানি পথ ‘কাকেবো’ পদ্ধতি

সময়োপযোগী চাকরির প্রস্তুতি যেভাবে

জার্মানিতে চাকরি করতে চাইলে করণীয়

লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি পরামর্শ

নতুন যুগের ১০টি সম্ভাবনাময় পেশা

উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে