বাংলাদেশ চা-বোর্ড, চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, গাড়িচালক ও প্লাম্বার। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল প্রবেশপত্র এবং এনআইডি কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি বাংলাদেশ চা-বোর্ডে ওয়েবসাইটে জানানো হবে।