হোম > জীবনধারা

পুরোনো সিডি দিয়ে কারুকাজ

স্কুল খুলতে যে আরও অনেক দেরি আছে তা তো বুঝতেই পারছ। হ্যাঁ, আরও কিছুদিন বাড়িতেই কাটাতে হবে। সারাক্ষণ কি আর বই পড়ে আর টিভি দেখে কাটানো যায়, বলো? মজার অনেক কিছুই করতে ইচ্ছে হয় তাই না! স্কুলের মাঠে লাফালাফি-ঝাঁপাঝাঁপি করতে ইচ্ছে তো হয়ই। কিন্তু যেহেতু তা করা যাচ্ছে না, তাহলে বাড়িতেই আনন্দ পুষিয়ে নাও না! কী করবে তাই তো ভাবছ? বলছি শোনো—

পুরোনো অনেক সিডি বাসায় রয়েছে নিশ্চয়ই। তাই বলে মায়ের প্রিয় গানের সিডি বা বাবার সংগ্রহ থেকে সিনেমার সিডি আবার নিতে যেয়ো না যেন। পুরোনো যে সিডিগুলো খুব একটা কাজে লাগবে না সেগুলোই মায়ের কাছ থেকে চেয়ে নাও। এবার এগুলো নিয়ে বসে পড়ো নতুন কিছু বানাতে।

সিডির সঙ্গে অল্পকিছু জিনিসপত্র নিয়ে নাও, যেমন আঠা আর কাঁচি। সিডির নিচের অংশ কেমন রুপালি বা সাতরঙা হয়, আমরা এ অংশকেই কাজে লাগাব। তোমার বাড়িতে যদি গিটার থাকে তাহলে এখনই তা ঝাঁ–চকচকে করে তুলতে পারো। প্রথমে সিডিগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করো। এবার গিটারটিকে নতুন করে সাজাতে সিডির টুকরোগুলো আঠা দিয়ে গিটারের ওপরে লাগাও। মনে রেখো, সিডির রুপালি দিক যেন ওপরের দিকে থাকে।

এভাবে মাথার ক্যাপের সামনের অংশ, জামার কলার বা স্নিকার্সের ওপরে সিডি ছোট ছোট করে কেটে লাগিয়ে ঝলমল করে নিতে পারো। ঠিক এভাবে নতুন করে তুলতে পারো ছবি ও আয়নার ফ্রেম, মায়ের গয়নার বাক্স, ডায়েরির কভার—আরও অনেক কিছু।

ছবি: বোরড পান্ডা

পাঁচ তারকা হোটেলগুলোর আয়ের উৎস বেড়েছে

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আদার কত গুণ, খাওয়ার আগে জেনে নিন

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

আজকের রাশিফল: চারপাশের লোকজন সন্দেহ করবে, কল্পনার চরিত্রের প্রেমে পড়বেন

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন

শীতে পানিশূন্যতা দূর করবেন যেভাবে

বিশ্ব স্বাদের মঞ্চে সেরা ১০০ রন্ধনশৈলী, বাংলাদেশের স্থান কততম

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান