Ajker Patrika
হোম > জীবনধারা > যত্নআত্তি

কাঠের আসবাবে ঘুণপোকা ধরলে করণীয়

ফিচার ডেস্ক

কাঠের আসবাবে ঘুণপোকা ধরলে করণীয়
ছবি: ডেকর আপা অন এ বাজেট

সেগুন বা মেহগনি কাঠের আসবাব বাড়িতে থাকা মানে সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণও জরুরি। এসব আসবাবের ঠিকঠাক যত্ন না নিলে ঘুণ ধরতে শুরু করে। ঘুণপোকা কাঠের আসবাবের ভেতরে তাদের আস্তানা তৈরি করে। ফলে ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে আসবাব।

যেভাবে যত্ন নেবেন

ঘুণপোকা ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় ডিম পাড়ে। তাই কাঠের আসবাব সব সময় শুকনো রাখতে হবে।

বৃষ্টি হলে আরও বেশি সতর্ক থাকতে হবে। আসবাবে পানি পড়লে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলুন।

কখনোই ভেজা কাপড় দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করবেন না। সব সময় শুকনো সুতি কাপড় দিয়ে আসবাব ভালো করে মুছে রাখতে হবে। কাঠের আসবাবে কোনো ছিদ্র দেখলে মোম বা গালাজাতীয় কিছু দিয়ে ঠিক করিয়ে নিতে হবে। অনেক সময় এমন ছিদ্রপথে ঘুণপোকা আসবাবের ভেতরে ঢুকে ডিম পাড়ে।

কেনা বা তৈরি করে নেওয়ার পর দীর্ঘদিন পার হয়ে এলে আসবাবে একবার বার্নিশ বা রঙের প্রলেপ লাগিয়ে দিন। রঙের উগ্র গন্ধে পোকা কাছে আসবে না।

নিম তেল যেকোনো পোকামাকড়ের উপদ্রব কমাতে পারে। বাড়িতে যদি পোকার উৎপাত বাড়ে, তা হলে সপ্তাহে তিন দিন নিম তেল বাড়ির মেঝে, কাঠের আসবাবে স্প্রে করে মুছে ফেলুন।

নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে আসবাবের ক্ষতিগ্রস্ত জায়গায় প্রলেপ দিতে পারেন। তা ছাড়া, চায়ের লিকারও উপকারী। দুধ-চিনি ছাড়া চায়ের লিকার ঘন করে তৈরি করুন। এর সঙ্গে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে আসবাবের যে জায়গাগুলোতে ঘুণ ধরেছে সেখানে লাগিয়ে দিন।

ছবি: ডেকর আপা অন এ বাজেট
ছবি: ডেকর আপা অন এ বাজেট

কাঠের আসবাবে ঘুণ ধরতে শুরু করলে সেই আসবাব বাকিগুলো থেকে আলাদা করে রাখুন। তবে ঘুণপোকা ধরেছে মানেই আসবাবটি বাতিল করে দিতে হবে, তা কিন্তু নয়। কারিগর ডেকে ঘুণ ধরা অংশটি ফেলে দিন। সেই জায়গাটি মেরামত করে নিলেই হবে।

সূত্র: ইকোগার্ড পেস্ট ম্যানেজমেন্ট ও অন্যান্য

গরমের এই ঈদে চুল বাঁধবেন যেভাবে

ঈদে রাঁধতে পারেন বিফ স্টু

সেমাইয়ের দুটি ভিন্ন পদ

ঈদে মেহেদির রঙে রঙিন হয়ে উঠুন

নিভৃতি আর নির্জনতার গল্প

পর্যটকদের জন্য বালির নতুন নির্দেশিকা

ঈদের তিন বেলায় তিন মজার পদ

বেরেস্তা বাটা দিয়ে খাসির মাংস ভুনা

ঈদের ছুটিতে ঘরে তৈরি মাত্র দুটি প্যাক ব্যবহারেই পান তামান্না ভাটিয়ার মতো সুন্দর ত্বক

ঈদে গরুর মাংসের ভিন্ন পদ