হোম > জীবনধারা

কম খরচে ঘর সাজান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘর সাজাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করার প্রয়োজন নেই। একটু সৃজনশীল হলেই অল্প খরচেও ঘর সাজানো যায়।

•    ফুলদানিতে ফুল সাজিয়ে রাখুন। ঘর সুবাসিত হবে, মনও ভালো থাকবে।
•    ঘরে খুব সুন্দর দেখে বড় আকারের আয়না, আরামদায়ক ও দৃষ্টিনন্দন চিত্রকর্ম ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে।
•    বারান্দায় টবের গাছের পাশ দিয়ে বাতি ঝুলিয়ে দিতে পারেন। এতে কিছুটা বৈচিত্র্য আসবে।
•    ঘর যেমনই হোক, পর্দা হওয়া চাই আকর্ষণীয়। এখন অনেকেই অ্যাপ্লিক করা পর্দা ব্যবহার করেন। এগুলো সুতি কাপড় দিয়েই তৈরি করা হয়। তাই দামেও সস্তা।
•    কুশনকভার উজ্জ্বল রঙের হলে সহজেই তা নজর কাড়ে।
•    নিজের তোলা ছবি বা হাতে আঁকা ছবি ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। দেখতে ভালো লাগবে।
•    বসার জন্য বেত অথবা বাঁশের রকিং চেয়ার বা ডিভান রাখা যেতে পারে। আরও রাখতে পারেন বেতের আরামদায়ক চেয়ার। 
•    বারান্দায় মেটালের কোনো মুখোশ বা ওয়াল হ্যাঙিংও রাখা যেতে পারে। 
•    বিকেলের আড্ডা বা চা পর্ব কাটাতে বসার ঘরের মাটিতে বিছিয়ে দিতে পারেন মাদুর, শীতলপাটি কিংবা শতরঞ্জি।
•    বাড়িতে আয়োজন থাকলে জ্বেলে নিন মাটির প্রদীপ। এক স্নিগ্ধ প্রশান্তি যে আপনাকে ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

পাঁচ তারকা হোটেলগুলোর আয়ের উৎস বেড়েছে

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আদার কত গুণ, খাওয়ার আগে জেনে নিন

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

আজকের রাশিফল: চারপাশের লোকজন সন্দেহ করবে, কল্পনার চরিত্রের প্রেমে পড়বেন

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন

শীতে পানিশূন্যতা দূর করবেন যেভাবে

বিশ্ব স্বাদের মঞ্চে সেরা ১০০ রন্ধনশৈলী, বাংলাদেশের স্থান কততম

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান