Ajker Patrika
হোম > জীবনধারা

ভালো থাকুক কাঠের আসবাব

অলকানন্দা রায়, ঢাকা

ভালো থাকুক কাঠের আসবাব

রট আয়রনের বাইরে আসবাবগুলোর অধিকাংশই হয়ে থাকে কাঠের। সেগুন, মেহগনি, রেইনট্রি, ওক—কত রকমের কাঠেই না গড়ে ওঠে চেয়ার, টেবিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কিচেন ক্যাবিনেটের মতো আসবাব। তবে আসবাব থাকলেই তো হলো না, চাই এসবের সঠিক যত্নও। সঠিক উপায়ে যত্ন না নিলে মলিন হয়ে পড়বে কাঠের রং।

রোজকার ধুলাবালু, নানান ধরনের দাগ যেমন কাঠের সৌন্দর্য নষ্ট করে ফেলবে, তেমনি নষ্ট করবে ঘরের আভিজাত্যও। আর তাই নিয়মিত যত্ন নিতে হবে ঘরে থাকা সব কাঠের আসবাবের। তবেই বছরের পর বছর ভালো থাকবে সেগুলো। 

  • প্রতিদিন আসবাবের গায়ে যে ধুলার আস্তরণ পড়ে, শুকনা নরম সুতির কাপড় দিয়ে সেগুলো মুছে নিতে হবে। রোজ এভাবে মুছে নিলে ধুলার স্তর এঁটে বসার সুযোগ পাবে না। না হলে ধুলা জমে কাঠের গায়ে জন্মাতে পারে বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া। আর সেগুলো হামেশা করতে পারে কাঠের ক্ষতি। আসবাব মোছার ক্ষেত্রে পানি এড়িয়ে চলতে হবে। কেননা, পানিও নষ্ট করে দেয় কাঠের গায়ের রং।
  • কড়া রোদ, বৃষ্টির পানিও নষ্ট করতে পারে কাঠের আসবাবের সৌন্দর্য। এ জন্য বৃষ্টি এলে যাতে দরজা বা জানালা গলে পানি ঢুকে আসবাব নষ্ট করতে না পারে, সেদিকে কড়া নজর রাখতে হবে। অন্যদিকে কড়া রোদ কাঠের রং নষ্ট করাসহ কাঠের আসবাবে ফাটলও ধরাতে পারে। এ জন্য জানালা বা দরজায় বেশির ভাগ সময় মোটা বা ভারী কাপড়ের পর্দা ব্যবহার করতে হবে।
  • কাঠের আসবাবের গায়ে থাকা নকশার ফাঁকের ধুলা সহজে পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে মোটা বা সরু, ফাঁকফোকরে ঢুকবে এমন মানানসই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। খুব বেশি ময়লা জমে কালো বা আঠালো ভাব হলে সাবান কিংবা শ্যাম্পু মেশানো পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা করে ঘষে তুলে ফেলতে হবে।
  • বেড সাইড টেবিল, খাবার টেবিল, বসার ঘরের সেন্টার টেবিল কিংবা রান্নাঘরের ক্যাবিনেট– কোনোটাতেই সরাসরি কাঠের ওপর গরম কিছু রাখা যাবে না। তাপে কাঠের ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে, এমনকি দাগও বসে যেতে পারে। 

সূত্র: গুড হাউসকিপিং ও অন্যান্য

মাথার ত্বকেও দরকার স্ক্রাব

গরমে শিশুর পোশাক নির্বাচনে

বৈশাখে ওয়ার্ডরোবে যা রাখবেন

গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে

গরম না ঠান্ডা চা, স্বাদ ও স্বাস্থ্যগত উপকারিতায় কোনটি এগিয়ে

অতিরিক্ত ক্ষুধা কমাতে ৬ প্রোটিনসমৃদ্ধ খাবার

কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট: সৌদি আরবের ভবিষ্যৎ অর্থনীতির প্রতীক

ফ্যাশনে নতুন ট্রেন্ড, হাতঘড়ি উঠে গেছে গলায় অথবা কোমরে

রসাল ও মিষ্টি তরমুজ চেনার সহজ উপায়

গ্রীষ্মে সুন্দর থাকতে মেনে চলুন রাশা থাডানির রূপ রুটিন