হোম > জীবনধারা

বিদায় জানান কাপড়ের দাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেক কারণে কাপড়ে দাগ লেগে যেতে পারে। চিন্তিত হওয়ার কিছু নেই। দাগ তোলারও আছে উপায়। তবে একেক দাগের জন্য একেক জিনিস ব্যবহার করতে হবে।

রক্তের দাগ
কাপড়ে রক্তের দাগ লাগলে কাপড় পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। আর যদি রক্তের দাগ শুকিয়ে যায়, তাহলে অনেক সময় পুরোপুরি দাগ ওঠানো সম্ভব হয় না। রক্তের দাগ কাপড়ে বসে গেলে ৩ শতাংশ হাইড্রোজেন পার অক্সাইড লাগিয়ে কাপড়টি ভিজিয়ে রাখুন। এরপর একটি ছুরি দিয়ে দাগের অংশটি ঘষে নিয়ে আরও খানিকটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ধুয়ে নিন। আর সম্ভব হলে রক্ত শুকিয়ে যাওয়ার আগে ধুয়ে ফেলুন।

মেকআপের দাগ
কাপড়ে মেকআপের দাগ দূর করতে একটি পাউরুটি গুঁড়ো করে নিন। এরপর রুটির গুঁড়ো মেকআপের দাগের ওপর ঘষে নিলে দাগ উঠে যাবে।

তেলের দাগ
কাপড়ে তেলের দাগ দূর করতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে। এ ছাড়া ৩ চা-চামচ বেকিং সোডা ও ১ চা-চামচ পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের ওপর দিয়ে এক ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে।

চকলেটের দাগ
চকলেটের দাগের জায়গায় স্যানিটাইজার দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর সাবান বা পাউডার দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।

হলুদের দাগ
কাপড়ে হলুদের দাগ লাগলে লেবু দিয়ে ঘষুন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাপড় ধুয়ে ফেলুন। এ ছাড়া দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলুন।

মেহেদির দাগ
মেহেদির দাগ দূর করতে দুধ ব্যবহার করুন। দাগ লাগা স্থানে দুধ লাগিয়ে রেখে দিন আধা ঘণ্টা। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

চায়ের দাগ
কাপড়ে চায়ের দাগ দূর করতে খানিকটা চিনি দিয়ে ঘষে নিন। দাগ চলে যাবে।

পাঁচ তারকা হোটেলগুলোর আয়ের উৎস বেড়েছে

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আদার কত গুণ, খাওয়ার আগে জেনে নিন

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

আজকের রাশিফল: চারপাশের লোকজন সন্দেহ করবে, কল্পনার চরিত্রের প্রেমে পড়বেন

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন

শীতে পানিশূন্যতা দূর করবেন যেভাবে

বিশ্ব স্বাদের মঞ্চে সেরা ১০০ রন্ধনশৈলী, বাংলাদেশের স্থান কততম

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান