হোম > জীবনধারা

প্যাকিংয়ে ৫ ভুল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় প্যাকিংয়ের প্রয়োজন পড়ে। এই প্যাক করার সঠিক নিয়ম না জানায় অনেক সময় প্রিয় জিনিস ভেঙে যায়। প্যাকিংয়ের ক্ষেত্রে ৫ ভুল এড়িয়ে চলুন।

বক্সে ফাঁকা জায়গা রাখা
আঁটসাঁট রাখলে জিনিস ভাঙার আশঙ্কা কমে। ঝাঁকি লাগলেও সব জিনিস একত্রে আটকে থাকে বলে ক্ষতি হয় না। তাই ছোট বক্সে সব সময় ভারী জিনিস নিতে হয়। আর বড় বক্সে নিতে হয় হালকা জিনিস। বক্সে ফাঁকা জায়গা থাকলে জিনিস ওলট-পালট হয়ে যায়। ভঙ্গুর জিনিস থাকলে ভেঙেও যায়।

প্লেট কাগজ দিয়ে প্যাক না করা
কাচ বা সিরামিকসের প্লেট  কাগজ অথবা বাবল র‌্যাপ দিয়ে পেঁচিয়ে তার ওপর কার্ডবোর্ড দিয়ে একটি একটি করে প্লেট নিয়ে বক্সে রাখুন। নয়তো রাস্তাতেই 
গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে।

ছোট টেপ ব্যবহার করা 
ছোট স্বচ্ছ স্কচটেপ দিলে সেটা খুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ২ ইঞ্চি চওড়া প্যাকিং টেপ ব্যবহার করুন। ইংরেজি অক্ষর এইচের আকারে টেপ লাগাতে হবে।

এক বক্সে সব ভারী জিনিস
একটি বক্সে ঠেসে ঠেসে সব ভারী জিনিস রাখবেন না। এতে বক্স বহন করা কঠিন হবে। নিচের দিকে বক্স ছিঁড়ে জিনিসপত্র পড়ে যাওয়ার আশঙ্কাও কমবে।

পুরোনো বক্স ব্যবহার
কাজে লাগবে বলে অনেকে পুরোনো বক্স সংরক্ষণ করেন। কিন্তু ব্যবহৃত বক্স টেকসই হয় না। তাই প্যাকিংয়ের আগে নতুন বক্স জোগাড় করা ভালো।

পাঁচ তারকা হোটেলগুলোর আয়ের উৎস বেড়েছে

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আদার কত গুণ, খাওয়ার আগে জেনে নিন

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

আজকের রাশিফল: চারপাশের লোকজন সন্দেহ করবে, কল্পনার চরিত্রের প্রেমে পড়বেন

বাঁধাকপি দিয়ে গরুর মাংস

গৃহকর্মী নিয়োগের আগে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন

শীতে পানিশূন্যতা দূর করবেন যেভাবে

বিশ্ব স্বাদের মঞ্চে সেরা ১০০ রন্ধনশৈলী, বাংলাদেশের স্থান কততম

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান