ঈদ মানে আনন্দ হলেও অনেক সময় শরীর সেই আনন্দে পুরোপুরি শামিল হতে পারে না। অর্থাৎ বলা তো যায় না, শরীর কখন কোথায় আর কীভাবে খারাপ হয়। একজন মানুষ যেকোনো কারণে অসুস্থ কিংবা দুর্ঘটনায় পড়তে পারে। ঈদের দিন নানান আনন্দের মাঝে অসুস্থতা কিংবা দুর্ঘটনা কাম্য না হলেও জেনে রাখা ভালো, জরুরি হাসপাতাল সেবা সম্পর্কে। শিশু, বয়স্ক কিংবা গর্ভবতী মানুষের জন্য জরুরি সেবার নম্বরগুলো হাতের কাছে রাখা ভালো। এবারের ঈদে গরমের কারণেও অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন। ঈদের সময় হাসপাতালে লোকবল কিছুটা কম হলেও হাসপাতালগুলো জরুরি সেবা নিশ্চিত করার চেষ্টা করে। ঈদে যদি আপনার কিংবা আপনার পরিবারের কারও শরীর খারাপ করে, তাহলে ঠিক কোথায় যোগাযোগ করলে স্বাস্থ্যসেবা পেতে পারবেন, তা জেনে রাখা ভালো।