হোম > জীবনধারা

ডিমের খোসায় আঁকিবুঁকি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সকালে ডিম পোচ করার পর আম্মুকে বলো খোসাগুলো রেখে দিতে। এগুলো দিয়ে মজার সব জিনিস বানানো যায়। তবে সে জন্য ডিম মাঝখান থেকে না ভেঙে যেকোনো একদিকে ছিদ্র করে কুসুম ও সাদা অংশ বের করে নিতে হবে। খোসাগুলো মুছে রোদে শুকিয়ে নাও।

তারপর কী করবে বলছি শোনো। সাদা খোসার ডিম  হলে কালো পোস্টার বা অ্যাক্রিলিক কালার লাগিয়ে শুকিয়ে নিতে হবে।

এর পর ব্রাশে পর পর নীল, বেগুনি, কমলা রং নিয়ে ডিমের খোসায় ছড়িয়ে দাও। এরপর সাদা রঙে ছোট ছোট তারা এঁকে দাও কয়েক জায়গায়। হু, এবার পুরো সৌরজগতই তোমার হাতের মুঠোয়। এ ছাড়া সাদা ডিমের খোসায় পোস্টার কালার দিয়ে বিভিন্ন নকশা এঁকে নিতে পার। যেকোনো কিছু। তুমি যদি খুব ছোট হও তবে মার্কার পেন দিয়ে আঁকিবুঁকি করতে পারো। ডিমের গায়ে শুকনো ফুল ও পাতা আঠা দিয়ে লাও।

এবার বাজারের নেটের ব্যাগ মাপমতো কেটে ডিমের গায়ে পেঁচিয়ে সুতো দিয়ে নেটের ব্যাগের বাড়তি অংশ শক্ত করে আটকে দাও। পানিতে পেঁয়াজের খোসার সঙ্গে ডিমের খোসাগুলো সিদ্ধ করো। এতে করে ডিমের গায়ে ফুল ও পাতার ছাপ বসে যাবে। কী সুন্দরই না লাগবে বলো! মিনিয়ন কি তোমার খুব প্রিয়? সাদা ডিমের গায়ে অর্ধেকটা হলুদ ও অর্ধেকটা নীল করে নাও তো দেখি। এবার ডলস আই লাগিয়ে কালো রঙে চশমার ফ্রেম এঁকে নিলেই হয়ে গেল তোমার প্রিয় মিনিয়ন।

দর্শন রাভালের বিয়ের সাজ

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

সেকশন