হোম > জীবনধারা

ডিমের খোসায় আঁকিবুঁকি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সকালে ডিম পোচ করার পর আম্মুকে বলো খোসাগুলো রেখে দিতে। এগুলো দিয়ে মজার সব জিনিস বানানো যায়। তবে সে জন্য ডিম মাঝখান থেকে না ভেঙে যেকোনো একদিকে ছিদ্র করে কুসুম ও সাদা অংশ বের করে নিতে হবে। খোসাগুলো মুছে রোদে শুকিয়ে নাও।

তারপর কী করবে বলছি শোনো। সাদা খোসার ডিম  হলে কালো পোস্টার বা অ্যাক্রিলিক কালার লাগিয়ে শুকিয়ে নিতে হবে।

এর পর ব্রাশে পর পর নীল, বেগুনি, কমলা রং নিয়ে ডিমের খোসায় ছড়িয়ে দাও। এরপর সাদা রঙে ছোট ছোট তারা এঁকে দাও কয়েক জায়গায়। হু, এবার পুরো সৌরজগতই তোমার হাতের মুঠোয়। এ ছাড়া সাদা ডিমের খোসায় পোস্টার কালার দিয়ে বিভিন্ন নকশা এঁকে নিতে পার। যেকোনো কিছু। তুমি যদি খুব ছোট হও তবে মার্কার পেন দিয়ে আঁকিবুঁকি করতে পারো। ডিমের গায়ে শুকনো ফুল ও পাতা আঠা দিয়ে লাও।

এবার বাজারের নেটের ব্যাগ মাপমতো কেটে ডিমের গায়ে পেঁচিয়ে সুতো দিয়ে নেটের ব্যাগের বাড়তি অংশ শক্ত করে আটকে দাও। পানিতে পেঁয়াজের খোসার সঙ্গে ডিমের খোসাগুলো সিদ্ধ করো। এতে করে ডিমের গায়ে ফুল ও পাতার ছাপ বসে যাবে। কী সুন্দরই না লাগবে বলো! মিনিয়ন কি তোমার খুব প্রিয়? সাদা ডিমের গায়ে অর্ধেকটা হলুদ ও অর্ধেকটা নীল করে নাও তো দেখি। এবার ডলস আই লাগিয়ে কালো রঙে চশমার ফ্রেম এঁকে নিলেই হয়ে গেল তোমার প্রিয় মিনিয়ন।

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আজকের রাশিফল: আত্মীয়রা কাঠি করবে, খিটখিটে মেজাজ বিচ্ছেদের কারণ হবে

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার