মেঝেতে কার্পেট থাকলে ঘর উষ্ণ থাকে। ঠিকঠাক যত্ন নিলে কার্পেট দীর্ঘদিন ভালো রাখা যায়।
বসার ঘরে কার্পেট থাকলে তা দ্রুত ময়লা হয়। কার্পেটের ওপর বেকিং সোডা ছড়িয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে কার্পেট পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতেও ভালো ভূমিকা রাখে।
পরিষ্কার স্প্রে বোতলে কোশল শ্যাম্পু ও কুসুম গরম পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। গোটা কার্পেটে স্প্রে করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।
ঘরে ধুলোবালি বেশি ঢুকলে সপ্তাহে অন্তত দুইবার কার্পেট ব্রাশ করুন। এতে যাঁদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাঁরা অনেকটাই রেহাই পাবেন।
কার্পেটের ওপর কোল্ড ড্রিংকস পড়লে সে জায়গায় পুরোনো তোয়ালে বিছিয়ে চেপে চেপে মুছে নিন। একবার পরিষ্কার পানি স্প্রে করে তোয়ালে চেপে শুকিয়ে নিন। এরপর রোদে শুকিয়ে নিলেই হবে।
যে ঘরে কার্পেট বিছানো রয়েছে, সেই ঘরে সূর্যের আলো যাতে যথেষ্ট পরিমাণে প্রবেশ করে, সেদিকে লক্ষ রাখুন।