হোম > জীবনধারা

আনারসের পুষ্টিগুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনারস একটি সুস্বাদু ফল। এই ফলের বাইরের আবরণ কাঁটার মতো। এই ফল শরীরের পানির চাহিদা পূরণ করে। খেতে রসালো এই ফলের আছে অনেক পুষ্টিগুণ।

আনারসে যা আছে
১ কাপ আনারসে (১৬৫ গ্রাম) আছে ক্যালরি ৮২.৫ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, কার্বোহাইড্রেট ২১.৬ গ্রাম, ভিটামিন সি ১৩১ শতাংশ (আরআইডি), ম্যাগনেশিয়াম ৫ শতাংশ (আরআইডি), ভিটামিন বি৬ ৯ শতাংশ (আরআইডি), কপার ৯ শতাংশ (আরআইডি), পটাশিয়াম ৫ শতাংশ (আরআইডি) ও আয়রন ৩ শতাংশ (আরআইডি)।

কেন খাবেন?

  • আনারসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান শরীরে পুষ্টির অভাব পূরণ করতে সাহায্য করে। এ ছাড়া ভাইরাসজনিত সর্দি ও কাশি প্রতিরোধে আনারস বেশ উপকারী।
  • এতে আছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে সহায়তা করে।
  • আনারসের ফাইবার শরীরের ওজন কমাতে সাহায্য করে। এটি হজমে সহায়তা করে।
  • এই ফল দাঁতের জীবাণু ধ্বংস করে দাঁতকে সুরক্ষা দেয়। এ ছাড়া মাড়ির সমস্যা সমাধানে আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • আনারস খেলে সুস্থ থাকবে আমাদের চোখ। কৃমিনাশক হিসেবে আনারসের রস বেশ উপকারী।
    আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কার্যকর করতে সাহায্য করে। এ ছাড়া এই ফল হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
  • ক্যানসার হলে, শরীরের অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়। আনারস অ্যান্টি-অক্সিডেন্টের উৎস; যা শরীরে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আনারস হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।
  • শিশুদের আনারস খাওয়ালে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কম হয়।

সূত্র: হেলথ লাইন

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

শীতকাল যেভাবে সেলিব্রেট করতে পারেন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি