Ajker Patrika
হোম > জীবনধারা

মুখের লোম তোলার সঠিক উপায় ওয়াক্সিং

শারমিন কচি

মুখের লোম তোলার সঠিক উপায় ওয়াক্সিং

প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা

পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে। 

প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর

লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।  

প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া

মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।

পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

ভালো খেজুর কেনার আগে যা দেখবেন

মা হচ্ছেন কিয়ারা, যেভাবে নিচ্ছেন ত্বকের যত্ন

ব্লাশনে বেজ রঙের রাজত্ব

ইফতারি তৈরি হবে কম তেলে

ঝটপট ঘর গোছাবেন যেভাবে

পানি কম পান করলে মাথার ত্বক শুষ্ক হতে পারে

রোজায় নতুন মায়েরা ওজন কমাবেন যেভাবে

মাইক্রোওয়েভেই কম সময়ে তৈরি হবে মজাদার ইফতার

মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে যা খাবেন

রোজার আগেই সেরে রাখুন ডিপ ক্লিনিং