Ajker Patrika
হোম > জীবনধারা

স্ক্যাল্পের শুষ্কতা দূর করে জলপাই তেল

আজকের পত্রিকা ডেস্ক

স্ক্যাল্পের শুষ্কতা দূর করে জলপাই তেল

প্রশ্ন: আমার ত্বক শুষ্ক। প্রচুর মরা কোষ জন্মায়। ত্বকের জন্য সহজলভ্য কয়েকটি ঘরোয়া স্ক্র‍্যাবের কথা জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

গোসলের সময় ত্বক পরিষ্কারের জন্য লুফা বা তোয়ালে ব্যবহার করতে হবে। গোসল শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে শরীর ভেজা থাকতেই। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চিনি ও টক দই মিশিয়ে স্ক্র‍্যাব তৈরি করে ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: ত্বকে বয়সের ছাপ দূর করতে কোন প্যাক ব্যবহার করা যেতে পারে?
শাহনাজ সুলতানা, মাদারীপুর

চালের গুঁড়া, টক দই, কাঠবাদাম, ডালের বেসন, ভিনেগার–সব ১ চামচ করে নিয়ে ভালোভাবে মিশিয়ে প্যাক লাগাতে পারেন সপ্তাহে ৩ দিন।

প্রশ্ন: গোসলের পর মাথার ত্বক চুলকায় ও সাদা সাদা ময়লা উঠে আসে নখে। কী করণীয়?
শাহাদাত হোসেন, নোয়াখালী

খুব সম্ভবত এটা খুশকি। খুশকির প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো মানের অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে একেবারে এই সমস্যা চলে যাবে। স্ক্যাল্প অনেক শুষ্ক হলে শ্যাম্পু করার আগে খাঁটি নারকেল বা জলপাই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

মুড়িমাখায় জিলাপিই শুধু নয়, বাংলার রসনাবিলাসে টক–ঝাল–মিষ্টির মিশেল পুরোনো ঐতিহ্য

ভালো খেজুর কেনার আগে যা দেখবেন

মা হচ্ছেন কিয়ারা, যেভাবে নিচ্ছেন ত্বকের যত্ন

ব্লাশনে বেজ রঙের রাজত্ব

ইফতারি তৈরি হবে কম তেলে

ঝটপট ঘর গোছাবেন যেভাবে

পানি কম পান করলে মাথার ত্বক শুষ্ক হতে পারে

রোজায় নতুন মায়েরা ওজন কমাবেন যেভাবে

মাইক্রোওয়েভেই কম সময়ে তৈরি হবে মজাদার ইফতার

মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে যা খাবেন