হোম > জীবনধারা

২০২৪ এ নিতা আম্বানির সেরা ৮

শুধু ব্যবসা নয়। ফ্যাশান দুনিয়াও আলো করে থাকেন নিতা আম্বানি। বছর জুড়ে ছিল আম্বানি পরিবারের নানান পারিবারিক ও সামাজিক আয়োজন। এসব অনুষ্ঠানে তিনি যে শাড়িগুলো পরেছিলেন সেগুলোর মধ্যে ৮টি সেরা শাড়ির উল্লেখ করা যেতে পারে বছর শেষে। ইন্ডিয়া ডট কম অবলম্বনে সে গল্পই বলা যাক।

হালকা সাদা কোসা সিল্ক শাড়ির সঙ্গে নিতা পরেছিলেন লাল ও সাদা নেকলেস। এটি ছত্তিশগড়ের বিশেষ শাড়ি।

বেনারাস থেকে সংগ্রহ করা রাঙ্গকাট শাড়ি। এতে রয়েছে ২৮টি চৌকো জাল, ফুলের নকশা এবং আসল জরি। এমন বিশেষ ঐতিহ্যবাহী শাড়িতে কাজ করার জন্য এখন খুব অল্প তাঁতিই বেঁচে আছে!

বেজ তসর সিল্কের তাঁতে বোনা বেনারসি শাড়িতে সোনালি ও রেশম মীনাকারির কাজ।

কালো বেনারসি তাঁতে বোনা শাড়িতে রাজকীয় লুকে নিতা।

তাঁতে তৈরি কাধওয়া বেনারসি শাড়িতে নিতা। দুই দক্ষ তাঁতি মিলে এ শাড়ি বুনেছিলেন ৭০ দিনে।

অনন্ত-রাধিকার বিয়ের জন্য নিতা আম্বানি পরেছিলেন বিশেষ সিল্কে বোনা মন্দির শাড়ি। এ শাড়ি ঐতিহ্যগত জরির কাজ দিয়ে সাজানো ছিল।

গুজরাটি তাঁতের বাঁন্দেজ শাড়িতে নিতা। এ শাড়িতে ছিল ছোট আয়না, মুক্তা এবং ধাতব সিকুইন।

অতিরিক্ত মিষ্টি বা খাবার খাওয়ার পর সামলে নেবেন যেভাবে

এক তরুণের হাত ধরে ভাগ্য ফিরল পুরো গ্রামের

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

শীতকাল যেভাবে সেলিব্রেট করতে পারেন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

আজকের রাশিফল: ঝগড়া করার খুব ইচ্ছা হবে, ঘরের বসকে মেনে চলুন

২০২৬ সালে যে অভ্যাসগুলো আপনাকে সফল করে তুলতে পারে

ডায়াবেটিসের রোগীদের কেন সময় মতো খাবার খাওয়া জরুরি

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি