হোম > জীবনধারা

আরও একটি নতুন ঠিকানায় কিউরিয়াস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।

আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।

শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন। 

দর্শন রাভালের বিয়ের সাজ

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

সেকশন