হোম > জীবনধারা

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর কিছু হোক বা না হোক, বাইরে বের হওয়ার আগে ঠোঁটে লিপস্টিক বুলিয়ে না নিলেই নয়। তবে ঠোঁটে লিপস্টিক ঠিক কতক্ষণ স্থায়ী হবে তা নির্ভর করছে আপনি কীভাবে ব্যবহার করছেন তার ওপর। লিপস্টিকের রং দীর্ঘস্থায়ী করতে কিছু টিপস মেনে চলতে পারেন-

  • মধু ও চিনি মিশিয়ে স্ক্র‍্যাব তৈরি করুন। এরপর ঠোঁটে লাগিয়ে ম্যাসাজ করুন। কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে ঠোঁট মুছে নিন। -ঠোঁট সহজে আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি উঠে আসে। তাই ঠোঁটের শুষ্কতা এড়াতে লিপ বাম লাগিয়ে নিন।
  • ঠোঁট লিপবাম খানিকটা শুষে নিলে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন।
  • এরপর লিপস্টিকের রঙের সঙ্গে মিলিয়ে লিপ পেনসিল বাছাই করুন। পেনসিল দিয়ে ঠোঁট এঁকে নিন ও হালকা করে ঠোঁট ভরাট করুন।
  • এরপর লিপস্টিক লাগান। দীর্ঘ সময় রাখতে গাঢ় রঙের লিপস্টিকই ভালো।
  • লিপস্টিক লাগানোর পর একটা টিস্য়ুপেপার ঠোঁটের ওপর চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে। তার পর সেই বেসের ওপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুটি স্তর তৈরি হবে ও সহজে নষ্ট হবে না।
  • এরপর হালকা পাউডার নিয়ে ঠোঁটে পাফ করে নিন। এতে রং স্থায়ী হবে।

সূত্র: গ্ল্যামার

পিৎজার দাম ১৫ হাজার টাকা

নেপালে অ্যাডভেঞ্চার বাঞ্জি জাম্পিং ও প্যারাগ্লাইডিংয়ের রোমাঞ্চ

রোমাঞ্চকর রেইছা ঝিরির পথে

চার মাসব্যাপী বাহা উইন্টার ফেস্টিভ্যাল

এ বছরের ট্রেন্ডে থাকছে একক ভ্রমণ প্রবণতা

৬ বছর ভাত, ফল, সবজি না খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ইসাবেলার

আফরিনের ডেনিম ফিউশন

রুক্ষ ত্বকের যত্নে যা করবেন

চুলের স্টাইলিংয়ে নতুন ধারা

শখের জিনিসে টাকা অপচয় হচ্ছে না তো

সেকশন