Ajker Patrika
হোম > জীবনধারা > রূপবটিকা

ঈদে তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্কের মতো ত্বক পেতে চান? এভাবে যত্ন নিন

ঈদে তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্কের মতো ত্বক পেতে চান? এভাবে যত্ন নিন
তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

তুর্কি কমেডি রোমান্টিক ধারাবাহিক ‘আফিলি আশক’ যাঁরা দেখেছেন, তাঁরা বুর্জু ওজবের্ককে চেনেন না তা হতেই পারে না। বরং গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করে করে এই মিষ্টি মেয়ের ছবি দেখেন তাঁরা। দেখার মতোই তো, যেন মোমের পুতুল। মাখনের মতো এই ত্বকের সৌন্দর্যে না জানি কী কসরতই না করতে হয় তাঁকে! ঈদের তো আর বেশি দেরি নেই। ঈদে যদি বুর্জু ওজবের্কের মতো ট্যানমুক্ত মোলায়েম ত্বক চান, তাহলে যত্ন নিতে হবে তুর্কি উপায়েই। বুর্জু ওজবের্কের মতো অন্য তুর্কি নারীরা কীভাবে সুন্দর থাকেন, তা নিয়েই তো এবারের আয়োজন।

তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক
তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

তুর্কি নারীরা ত্বকের সৌন্দর্যের জন্য ডিপ ক্লিনজিং, এক্সফলিয়েশন, বিশ্রামের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এ ছাড়া মাডমাস্ক, অ্যালোভেরা ও বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন; যাতে ত্বক ভেতর থেকেও সুস্থ, সুন্দর থাকে।

তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক
তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

ত্বকের গভীর থেকে ময়লা, দূষণ বের করে আনতে স্নানের আগে তাঁরা পুরো শরীরে স্টিম নেন, এরপর স্ক্র‍্যাব করেন। স্টিমবাথের জন্য বালতিতে বেশ খানিকটা ফুটন্ত গরম পানি ঢেলে স্নানঘরের দরজা বন্ধ করে রাখুন। কিছুক্ষণ পর যখন পুরো স্নানঘর বাষ্পে ভরে উঠবে, তখন সেখানে ১৫ মিনিট বসে থাকুন। এতে করে রোমকূপ খুলে যাবে। এরপর পছন্দের স্ক্র‍্যাবার দিয়ে ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এভাবে ত্বক পরিষ্কার করলে ত্বকের ভেতর থেকে ময়লা ও টক্সিন বের হয়ে যাবে। নিয়মিত ত্বক এক্সফলিয়েট করলে ত্বকের উপরিভাগে জমা হওয়া মারা কোষ দূর হয় এবং ত্বক আরও তারুণ্যদীপ্ত হয়ে ওঠে।

তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্নান করতে ভালোবাসেন তুর্কি নারীরা। এতে করে শরীর অবসাদমুক্ত হয় এবং মন হয়ে ওঠে চনমনে। তুর্কি নারীরা স্নানের সময় মাডমাস্ক ব্যবহার করতে ভালোবাসেন। তাঁরা বিশ্বাস করেন, যেসব মাডমাস্ক সালফার, জিংক ও ম্যাগনেশিয়ামে ভরপুর, সেগুলো রোজেশিয়া ও একজিমা থেকে ত্বককে সুরক্ষিত রাখে। যাঁদের হাতে সময় নেই, তাঁরা রেডি টু ইউজ মাডমাস্ক কিনে ব্যবহার করতে পারেন। তবে কেনার সময় কৌটোর গায়ে দেখে নিন ওপরের খনিজ উপাদানগুলো এতে রয়েছে কি না।

তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

রোদে পোড়া ত্বককে আরাম দিতে, ত্বক আর্দ্র রাখতে ও দাগ দূর করতে তুর্কি নারীরা অ্যালোভেরা জেল ব্যবহার করেন। চটজলদি ত্বক পরিচ্ছন্ন, মসৃণ ও দাগমুক্ত দেখাতে প্যাকে যোগ করতে পারেন অ্যালোভেরা।

ত্বককে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ও পুষ্টি জোগাতে তাঁরা ব্যবহার করেন নারকেল তেল, জোজোবা ও টি ট্রি অয়েল। ত্বক সুন্দর রাখতে শিয়াবাটার সমৃদ্ধ লোশন, বডিওয়াশ ব্যবহার করেন তাঁরা। রূপচর্চায় এই জিনিসগুলো এখন থেকে রাখতে পারেন আপনিও।

তুর্কি অভিনেত্রী বুর্জু ওজবের্ক। ছবি: ফেসবুক

বাড়তি টিপস

  • সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।
  • যথাসম্ভব চেষ্টা করুন কম সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার করতে।
  • দিনে অন্তত তিনবার কোমল সাবান বা ফেসওয়াশ ও কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
  • রাতে পর্যাপ্ত ঘুমান। পরিপূর্ণ ঘুম ত্বকের ক্ষয়ক্ষতি কমায় এবং ত্বক সুন্দর রাখে।

সূত্র: গো তুর্কি ও অন্যান্য

ছুটির মুডে ঘরেই বানান ভিনদেশের পানীয়

ঈদের ছুটি কি স্মার্টফোনেই বরবাদ করছেন, মেনে চলুন এসব টিপস

বিশ্বের বিভিন্ন দেশে ঈদের খাবার

ঈদের ছুটিতে অ্যাডভেঞ্চার

দাওয়াতে যেমন হবে শাড়ি ও সাজ

সেমাইয়ের ভালোমন্দ

গরমের এই ঈদে চুল বাঁধবেন যেভাবে

ঈদে রাঁধতে পারেন বিফ স্টু

সেমাইয়ের দুটি ভিন্ন পদ

ঈদে মেহেদির রঙে রঙিন হয়ে উঠুন